মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «  

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত



গত ১৪ জুলাই ২০১৯ রবিবার  ব্রিটেনে কারী ইন্ড্রাষ্টির প্রতিনিধিত্বমূলক বৃহৎতম সংগঠন  বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই  লন্ডনের হ্যোরো রোডের বিসিএ ভবনে  ১১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতাদের নাম ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার হিসাবে আরও দায়িত্বে ছিলেন আজিজ চৌধুরী ও জাবির মিয়া জেপি।

এম এ  মুনিম প্রেসিডেন্ট , মিটু চৌধুরী সেক্রেটারী জেনারেল, সাইদুর রহমান বিপুল চিফ ট্রেজারার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন  অর্গানাইজিং  সেক্রেটারী সাইফুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামিম হোসেন  দিদার।

নির্বাচিত নতুন প্রেসিডেন্ট এম এ মুনিম জানিয়েছেন- অতীতের মতো লবিং এবং ক্যাম্পেইন অব্যাহত রেখে কারী ইন্ড্রাষ্টির প্রতিটি জোনাল কমিটিকে সক্রিয় করতে  নবনির্বাচিত কমিটি কাজ  করবে। এছাড়াও কারী ইন্ড্রাষ্টির চরম ষ্টাফ সংকট নিরসনে বিসিএ‘র ধারাবাহিক

কার্যক্রমকে সক্রিয়ভাবে অব্যাহত রাখবে। বিশেষ করে সম্প্রতি ম্যাক এর ঘোষিত সুপারিশে ওয়ার্ক পারমিট চালুর সম্ভাবনাকে  কাজে লাগাতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে বিসিএ জোর লবিং অব্যাহত রেখে দাবী আদায়ে সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

সেক্রেটারী  জেনারেল মিঠু চৌধুরী  দক্ষ ষ্টাফ তৈরীতে সিলেটে একটি ট্রেইনিং সেন্টার স্থাপনে তার সর্বাত্নক চেষ্টার কথা বলেছেন। এছাড়াও ক্যাটারিং ইন্ড্রাষ্টির ইতিবাচক দিকগুলো মূলধারায় তুলে ধরে ইন্ড্রাষ্টির বিদ্ব্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট বিভাগে জোরালো লবিং অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল- বিসিএ কে আর্থিকভাবে স্বাবলম্বী করতে অতীতের মতো তার চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন- ব্রিটেনে বিসিএ‘র সকল রিজনকে আরও সক্রিয় করে  নতুন ক্যাটারার্সদের সংগঠনে যুক্ত করার মাধ্যমে কারী ইন্ড্রাষ্টির সুনাম বৃদ্ধিতে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাবেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে বরণের পাশাপাশি বিদায়ী প্রেসিডেন্ট মোস্তফা কামাল ইয়াকুব ও সেক্রেটারী  জেনারেল ওলি খান ও চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুলকে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কারী ইন্ড্রাষ্টির সম্ভাবনা ও সমস্যাগুলো উত্তোরণে সকলের ঐক্যবদ্ধতা  নিয়ে কাজ করার লক্ষ্যে  ব্রিটেন জুড়ে ১৫টি রিজনে বিসিএ কে সক্রিয় করার   প্রত্যয় ব্যক্ত করেছেন নব নির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দ।

এর আগে বিসিএর বার্ষিক রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করা হয়।এতে সভাপতিত্ব করেন বিসিএর সভাপতি  মোস্তফা কামাল ইয়াকুব। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল সুলেমান জেপি। অনুষ্ঠান পরিচালনা ও সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারী  জেনারেল ওলি খান।বার্ষিক ফাইন্যান্স রিপোর্ট প্রকাশ করেন  চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ  এর সাবেক প্রেসিডেন্ট  বজলুর রশীদ এমবিই ও  পাশা খন্দকার এমবিই এবং সাবেক সেক্রেটারী জেনারেল  এম এ মুনিম। মেম্বারশীপ আপডেট ও বেনিফিট  নিয়ে বক্তব্য রাখেন- মেম্বারশিপ সেক্রেটারী সাইফুল আলম।

এছাড়াও আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  এনামুল হক চৌধুরী, মো. ইউসুফ সেলিম, মো.ফজল উদ্দিন এবং কাউন্সিলার পারভেজ আহমদ।

রিজিওনাল রিপোর্ট পেশ করেন  সারি রিজন এর সেক্রেটারী  সৈয়দ হাসান আহমেদ, ইস্ট অফ ইংল্যান্ড রিজন ১ এর  সেক্রেটারী ফিরুজুল হক, ইস্ট মিডল্যান্ড রিজন এর পক্ষে  এমরান চৌধুরী, লন্ডন রিজন ২ এর প্রেসিডেন্ট মোজাহিদ  আলী চৌধুরী, এসেক্স রিজন এর সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, কেন্ট রিজন এর অর্গানাইজিং সেক্রেটারী ওলিউর রহমান চৌধুরী ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন