প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আড্ডা নাট্য সংগঠন মঞ্চস্থ করে ‘দাম দিয়ে কিনেছি বাংলা’। গত ৭ ই জুলাই ম্যানচেস্টারে স্হানীয় এক কমিউনিটি হলে নাটকটি মঞ্চস্থ করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার মাধ্যমে সেতুবন্ধন তৈরী করা লক্ষ্যে আমাদের এই আয়োজন। নাট্য সংগঠন আড্ডা আগামীতে আরো নাটক ও সাংস্কৃতিক মাধ্যমে নতুন প্রজন্ম সামনে বাংলাদেশের কৃষ্টি,সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা প্রত্যয় ব্যক্ত করেন ।
নাটকটি পরিচালনা করেন মোহাম্মদ তাছাদুক হোসেন । অভিনয় করেন আক্তারুজ্জামান রশিদ,জাভেদ ইকবাল মজুমদার,মোঃ তাছাদুক হোসেন,দুলাল মিয়া,গোলাম রসুল খাঁন, হিমু, মোঃ জহিরুল ইসলাম,নাজমা ইয়াসমিন,নাদা,বশির প্রমুখ ।নাটক দেখে হল ভর্তি উপস্থিত দর্শকরা বাংলাদেশের সৃষ্টি ইতিহাস তুলে ধরা জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ।