সামাজিক দায়বদ্ধতা এবং ধর্ম ও বর্ণের হারমনিকে একই সূত্রে ধরে রেখে, সৃজনশীলতায় মহিলাদের মানবিক মূল্যবোধক, ব্যক্তিও পারিবারিক জীবনে তাদের বীরত্ব গাঁথা শ্ৰম ও ত্যাগের মুল্যায়ন এবং সমষ্টিগত ভাবে অন্যদের উৎসাহ সৃষ্টির প্রয়াস কে সামনে নিয়ে ৭ই জুলাই রবিবার ব্রেইনহ্যামে আত্মপ্রকাশ করেছে ওয়ান্ডার উইমেন্স গ্রুপ ৷
ব্রিটেনের মূলধারার চ্যারেটি সংস্হ্যার সাথে কাজ করা নাজনীন ইসলামের একটি সামাজিক উদ্যোগের অংশ হিসাবে এই নতুন সংগঠনটির সাথে সম্পৃক্ত রয়েছেন অনেক একই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন নারী থেকে শুরু করে গৃহিনী পর্যন্ত ৷
এ প্রসঙ্গে উদ্যোক্তা নাজনীন ইসলাম বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে নিজেদের সমস্যাগুলোকে নিজেদের করে ‘শেয়ার ও কেয়ার’ এর পাশাপাশি নারী অধিকার, পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার উপর উৎসাহ প্রদান ও দরিদ্র নারীদের আত্মকৰ্মসংস্থানে নিজেদের সাধ্যমতো সহযোগিতা প্রদান ৷
এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় নানা সৃজনশীল আয়োজন ৷
ওয়ান্ডার উইমেন্স গ্রুপ এর কর্মে কর্তারা হলেন:
চেয়ারপার্সন:মিসেস নাজনীন ইসলাম (নাজ)
ভাইস চেয়ারম্যান : মিসেস ইয়াসমিন আহমেদ
সেক্রেটারী:মিসেস সালমা চৌধুরী
জয়েন্ট সেক্রেটারী: মিসেস রেবেকা সুলতানা
ইভেন্ট সেক্রেটারী: সিদরা ভক্তি
এইচআর অ্যাডমিন: মহসেনা উদ্দিন
ফান্ড রেইজিং সেক্রেটারী :তাইবা চৌধুরী
কমিউনিকেশন সেক্রেটারী: সাহিনা লিমা
এসিস্টেণ্ট কমিউনিকেশন সেক্রেটারী: ফাহিমা চৌধুরী
সদস্যঃ শাইলা রহমান, মাসুম এম শাম্মী, নাফিসা সাদাত, খাদিজা বেগম ,আফিসা সাদাত,সেলিনা রহমান,সুলতানা রুহেনা চৌধুরী , নওরীন চৌধুরী মুনা,আনিকা কাদির ।