ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন পালন করেছে রবীন্দ্র নজরুল জয়ন্তী।৭ জুলাই রবিবার বিকেলে দুতাবাসের হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি হাইকমিশনার আবু নসর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।সহকারী হাইকমিশনার তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বৈচিত্রময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখযোগ্য সংখ্যক রবীন্দ্র-নজরুল ভক্তদের উপস্থিতিতে এতে সঙ্গীত পরিবেশন করেন হা্ইকমিশনের নিজস্ব শিল্পী হোসনা আরা, মাহমুদা খানম, শিল্পী বাড়ৈ, সুফিয়া খানম, মোহাম্মদ জিল্লুর রহমান ও নাজমুল হাসান।এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করে ‘কৃষ্ণচূড়া’ সংগঠনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিবশেন করা হয়।
বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৭ ঘঠিকা পর্যন্ত। অনুষ্ঠান শেষে হালকা খাবারের আয়োজন করে সহকারি হাইকমিশন।