বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীর টাকা ছিনতাই



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে  ছিনতাইকারীর কবলে পড়ে নিঃস্ব হচ্ছেন বাংলাদেশী ব্যবসায়ীরা  । প্রতিনিয়ত একের পর এক চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে কিন্তু এ থেকে মুক্তি পাচ্ছে না প্রবাসী  বাংলাদেশি ব্যবসায়ীরা  ।  প্রতিদিনের মতো শুক্রবার  সকাল ৯ টায় বাংলাদেশি ব্যবসায়ী নাঈমুল ইসলাম চৌধুরী শাকিল তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ট্যাক্সি ফোন( রিয়া, ওয়েস্টার্ণ ইউনিয়ন, মানি ট্রান্সফার )ওপেন করেন।   সকাল আনুমানিক ৯.১০মিনিটের সময় তার  সহযোগী শাহীদ ইসলাম নিশুকে ওয়েস্টান ইউনিয়নের ৬৮১০ ইউরো জমা দেয়ার জন্য তার কাছে দেন।  নিশু টাকাগুলো পকেটে নিয়ে বের হন দোকান থেকে ১০মিনিট দূরত্বের ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসে জমা দেয়ার জন্য। মেইন রাস্তার ফুটপাত দিয়ে নিশু যখন হেঁটে যাচ্ছিলেন, এমন সময় পিছন থেকে একজন এরাবিক এবং একজন আফ্রিকান বংশোদ্ভূত ছিনতাইকারী তাকে আক্রমন করে প্রথমে তার চোখের মধ্যে  স্প্রে ছুঁড়ে দেয় এবং সাথে সাথে লাথি মেরে তাকে পাকা রাস্তার মধ্যে ফেলে দেয় । একজন তার মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে রাখে এবং অন্যজন তার  পকেট থেকে  টাকাগুলো সহ  মানিব্যাগ এবং মোবাইলটি নিযে পালিযে যায়।

নিশু বলছিলেন ঠিক ওই মুহূর্তে তিনি  এতটাই ভয়ে আতঙ্কিত ছিলেন যে  তার প্রাণনাশের আশঙ্কা করেছিলেন এবং চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না।ওই দুই ছিনতাইকারী তাৎক্ষণিকভাবে তাকে ফুটবলের মত লাথি মেরে রাস্তার কিনারে  ফেলে রেখে টাকা মানিব্যাগ এবং মোবাইলটি  নিয়ে পালিয়ে যায়।আশেপাশে অনেক পথচারী ঘটনাটির  দৃশ্য প্রত্যক্ষ ভাবে দেখলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি।

এদিকে শাকিল অভিযোগ করেন ২০১৭ সালে তার দোকানের সাটার কেটে রাতের গভীরে আফ্রিকান বংশোদ্ভূত ডাকাতরা দোকানের ভিতরে প্রবেশ করে এবং কেশ  ২২ হাজার ইউরো সহ দোকানের  মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ,প্রশাসনের কাছ থেকে তিনি কোনো সহযোগিতা পাননি।   নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বাংলাদেশী  ব্যবসায়ী বলেন সিসি ক্যামেরায় ভিডিও ধারণ থাকার পরও পুলিশ ব্যর্থ হচ্ছে  ছিনতাইকারী ডাকাত এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে  ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য কিংবা রাস্তাঘাটে চলার পথে ছিনতাই এবং ভিনদেশিদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। প্যারিসের কমিউনিটির ব্যক্তিরা এ নিয়ে প্যারিসের প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে ২২মে প্রবাসীদের নিরাপত্তাবিষয়ক একটি সভা করেন।  ওই সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেন যে বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ীদের তারা নিরাপত্তা জোরদার করবেন কিন্তু বাস্তবে তা খুব একটা পরিলক্ষিত হচ্ছে না ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন