বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ঈদে টানা ৯ দিনের ছুটিতে দেশ  » «   সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই  » «   ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান  » «   জাতীয় পার্টির ইফতারে হামলা: দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের  » «   আবার ‘জিয়া উদ্যান’ হলো ‘চন্দ্রিমা উদ্যান’  » «   বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে বাবার নাম ‘চান না’ সিলেটের আতাউর  » «   মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন  » «   রাজধানীতেই আরেকটি বিশ্ববিদ্যালয়! অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’  » «   আরসা প্রধান জুনুনিকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের  » «   হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা  » «   দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন  » «   বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «  

 সুলতান মনসুরের প্রতি রেলমন্ত্রীর আচরণে ভুক্তভোগীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া  



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আহতরা বাড়ি ফেরার ও নিহতদের দাফনের তিন দিন পর দূর্ঘটনাস্থল দেখতে আসেন দুই মন্ত্রী। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে গত ২৩ জুন রবিবার রাতে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হওয়ার পর এবং আহতরা চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফেরার পর তাদের দেখতে আসেন রেলমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রী।

দুর্ঘটনা পরবর্তী সময়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মৌলভীবাজার -২ তথা কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর রেল দূর্ঘটনা ও সিলেটের সাথে ঢাকার সড়ক যোগাযোগের বিষয়টি সংসদে উপস্থাপন করেন। এর পরই সরকারের স্পট পরিদর্শনের টনক নড়ে।

সূত্রমতে, মৌলভীবাজার-২ তথা কুলাউড়া আসনের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে অবগত না করে, তাকে সাথে নিয়ে না আসায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, যার ভূমিকার কারণে রেলমন্ত্রীর এই সিলেট সফর তাকে না নিয়ে এসে বন ও পরিবেশ মন্ত্রীকে সঙ্গে নিয়ে কেবলমাত্র ট্রেনের বগি পরিদর্শনে আসা হাস্যকর ছাড়া কিছু নয়। বরং সড়ক ও সেতুমন্ত্রী আসলে মানুষ আশ্বস্ত হত।

স্থানীয় ভুক্তভোগীরা বলেছেন ,পয়েন্ট অব অর্ডারে সুলতান মনসুরের দাবীর প্রেক্ষিতে রেলমন্ত্রীর দেয়া বক্তব্যের সিলেট টু ঢাকা ব্রডগেজ টু লাইন বাস্তবায়ন হলেই মানুষ বেশি খুশি হত। পাশাপাশি আহত এবং নিহতদের আর্থিক অনুদানের ঘোষনা প্রশংসনীয় হত।

এদিকে সিলেটে পৌঁছেই বুধবার সকাল সোয়া ১০টায় ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে যান দুই মন্ত্রী।

এ সময় সেখানে রেলমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন। এছাড়া আহতদেরকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন।

হাসপাতালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, রেলের দুর্ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্ত রিপোর্ট পাব বলে আশা করছি। তদন্তে কারোর দায়িত্ব পালনে অবহেলা বা ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী সবসময়ই ঝুঁকিপূর্ণ। সেটা লঞ্চ, বাস আর রেলেই হোক না কেন। কুলাউড়ায়ও অতিরিক্ত যাত্রীর জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, গত রোববার (২৩ জুন) রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৪৮ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ছয়জনের লাশ উদ্ধারের কথা জানানো হলেও সোমবার সকালে পুলিশ চারজনের লাশ উদ্ধারের কথা জানায়।

 

আরও পড়ুন:

সিলেটের চার মন্ত্রী নিরব,পয়েন্ট অব অর্ডারে সরব সুলতান মনসুর

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন