সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সিলেটের সাথে ঢাকা সহ সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন ও সম্প্রতি কুলাউড়ায় রেল দুর্ঘটনায় নিহত ও আহতদের ব্যাপারে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য দেন মৌলভীবাজার ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
তিনি বলেন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বৃহত্তর সিলেটের সাথে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগ এবং অনিশ্চয়তার মধ্যে আছে। এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সড়কে লাশের মিছিল লাগবে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত ও স্বজন হারানোদের আর্থিক নিরাপত্তা বিধানের দাবী জানান সুলতান মনসুর।
পরবর্তীতে তাকে সামর্থন করে বক্তব্য রাখেন সাংসদ পীর মিসবাহ। সুলতান মনসুরের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও সড়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অনুপস্থিত থাকায় এ ব্যাপারে কোন জবাব পাওয়া যায়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন