বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ খ্রীষ্টাব্দ | ১৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
স্পেনে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ফিতুর ২০২০’ এ বাংলাদেশের অংশগ্রহন ছিল না  » «   কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধের প্রতিবাদে সম্মিলিত গণসমাবেশ  » «   বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে কানাডায় প্রতিবাদ  » «   আমিরাতে আল ফালাহ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু  » «   রিয়াদে ১ ফেব্রুয়ারি থেকে পাসর্পোট নবায়ন সেবা সৌদি পোস্ট ও ইডিসিতে  » «   ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বনাম ‘ভূমিপুত্র’ ইস্যু  » «   ফ্রান্সের মূলধারার রাজনীতিতে দুই বাংলাদেশী  » «   ইতালিতে বেগমগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৩য় বর্ষ উদযাপন  » «   দক্ষিণ এশিয়ার প্রথম ই-পাসপোর্ট উদ্বোধন  » «   ইতালীর ভেনিসে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  » «   ইতালীতে উৎসব মূখর পরিবেশে শীতকালীন পিঠা উৎসব  » «   কানাডায় পর্যাপ্ত খাবার পায় না ৪০ লাখ মানুষ  » «   বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হিসেবে আত্মপ্রকাশের প্রথম ধাপে পা রাখলো সিলেট  » «   লন্ডনে শফিউল আলম চৌধুরী নাদেল সমর্থক গোষ্ঠীর আত্নপ্রকাশ  » «   ইউরোপসহ  বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের পরিসংখ্যান  ও শাস্তি    » «  

২৪ ঘন্টা কাজের দাবী নিয়ে মেয়র জন বিগসের সাথে কেয়ারার্স এসোসিয়েশনের বৈঠকে অনুষ্ঠিতটাওয়ার হ্যামলেটস এ কেয়ার সেক্টরে নুন্যতম ২৪ কর্মঘন্টার এগ্রিমেন্ট, আধা ঘন্টা ও এক ঘন্টার লগ ইন ও লগ আউট এর পরিবর্তে শিফটিং ব্যবস্থা চালুর কেয়ারার্স এসোসিয়েশনের দাবীর যৌক্তিকতা অনুধাবন করে দাবী গুলো বিবেচনার আশ্বাস প্রদান করেছেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস। এছাড়া কেয়ারার্স ও সাপোর্ট ওয়ার্কারদের যৌক্তিক দাবী সমুহের অগ্রগতি পর্যালোচনা বৈঠক আয়োজনের কথা বলেন।

গত ৬ জুন বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের প্রতিনিধি দলের সাথে পুর্ব নির্ধারিত এক সভায় কেয়াার্স এসোসিয়েশনের বিভিন্ন দাবী দাওয়া উত্তাপনের জবাবে মেয়র জন বিগস এসব কথা বলেন। সন্ধ্যা ৬ টায় মালবারি প্লেসের মেয়র অফিসের মিটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মেয়র জন বিগসের সাথে উপস্থিত ছিলেন সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া ও ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন।

অপরদিকে কেয়ারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারী কামাল হোসেন, ট্রেজারার আহমদ সাদেক তারেক, এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এম আসাদুজ্জামান খাঁন, ভাইস প্রেসিডেন্ট নাজমা সুলতানা, কালচারাল সেক্রেটারী নুর আহমদ, প্রিন্সেস এক্সাবি ও হোসাই বাহ প্রমুখ। কেয়ারার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ইতিপূর্বে টাওয়ার হ্যামলেটস এ কেয়ারারদের জন্য লন্ডন লিভিং ওয়েজেস, এথিকেল কেয়ার চার্টার সহ অন্যান্য দাবী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় মেয়র জন বিগসের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া ভবিষ্যতে সাপোর্ট ওয়ার্কারদের ন্যায্য সব দাবির ব্যাপারে তার অব্যাহত সহযোগিতা কামনা করেন।