স্পেনে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে ‘পরবাসে আনন্দের একদিন’ শীর্ষক সংস্কৃতি বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুন) বিকেলে দেশটির রাজধানী মাদ্রিদে রাণী সোফিয়া জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে দ্বিতীয়বারের মতো অংশ নেয় প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’। রাণী সোফিয়া জাদুঘর পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ ২৫টি দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন।
এতে স্বাগত বক্তব্য দেন সোফিয়া জাদুঘরের পরিচালক মানুয়েল বোরখা, আঞ্চলিক প্রতিনিধি রাফায়েলা পিমিয়েন্তেল, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা ও ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি।
সোফিয়া জাদুঘরের পরিচালক মানুয়েল বোরখা বলেন, স্পেনের অর্থনীতিতে অভিবাসীদের অবদান প্রশংসনীয়। অভিবাসীদের সবাই যাতে নিজস্ব সংস্কৃতি আদান প্রদানের সুযোগ পায়, সেজন্য নিয়মিত এ রকম উৎসবের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে অভিবাসীরা নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসেন।
খাবারের পাশাপাশি ছিল বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি গান পরিবেশন করেন লোকমান হাকিম ও তার দল।
উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ এর সভাপতি ফজলে এলাহি বলেন, ভিনদেশিদের কাছে আমাদের বাঙালি সংস্কৃতি তুলে ধরা এবং বিভিন্ন দেশের অভিবাসীদের সঙ্গে একে অপরের পরিচয় ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির উপলক্ষ হিসেবে কাজ করবে জাদুঘরের এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।