সংযুক্ত আরব আমিরাতে প্রথম কোন বাংলাদেশি ছায়াছবির শ্যুটিং হয়েছে। ঢাকা এ্যাটাক ছবির ব্যাপক সাফল্যের পর পরিচালক সানি সানওয়ার তার টিম নিয়ে দুবাইতে শ্যুটিং করেছেন ছবি মিশন এক্সট্রিম এর। ছবিটি এ বছরের মাঝামাঝি সময়ে আনবেন বলে জানিয়েছেন পরিচালক।
এ বিষয়ে আরব আমিরাতে সংবাদ মাধ্যমের মুখেমুখি হয়েছেন পুরো টিম–