বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেছেন ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্হানী সেনাবাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার স্মরণে গত ১১ ই মার্চ ২০১৭ ইংরেজীতে জাতীয় সংসদে দিনটিকে সরকারিভাবে গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয। সেই থেকে প্রতিবছর দিনটি সরকারিভাবে পালন করা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি পাবার জন্যও কাজ করছে সরকার। বাংলাদেশ কনসুলেট দুবাই আয়োজিত গণহত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুবাইয়ে নিযুক্ত কনস্যাল জেনারেল ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও দূতালয় প্রধান প্রবাস লামারাং এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর গণহত্যা দিবসের উপর ১৯ মিনিটের একটি প্রমাণ্যচিত্র দেখানো হয় ।
রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেভার কাউন্সেলর মিস ফাতেমা জাহান। আলোচনা শেষে সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, বিমান বাংলাদেশ দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলিপ কুমার তালুকদার,ইসমাইল গনী চৌধুরী, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ,,জনাব কাজী মোহাম্মদ আলী, হাজী শফিকুল ইসলাম, শাহ মোহাম্মদ মাকসুদ, ব আবুল কাশেম ও মহিলা নেত্রী মিসেস কাওসার নাজ সহ অনেকে।