বার্সেলোনায় ৫২বাংলাটিভি‘র সংবাদকর্মী নাজমুল হোসেন এর সাথে স্পেন বাংলা প্রেস ক্লাব মতবিনিময় করেছে।
৩০ডিসেম্বর রবিবার রাতে বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে ৫২বাংলাটিভি মিলান প্রতিনিধি, মিলান বার্তার সম্পাদক এবং বাংলা কাগজের ইতালি ব্যুরো প্রধান নাজমুল হোসেন বার্সেলোনায় আগমন উপলক্ষ্যে স্পেনে বাংলা গণমাধ্যমের প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব এর সৌজন্যে মতবিনিময় হয়।
মতবিনিময়ে উপরোপে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সাফল্য, সম্ভাবনা এবং ইউরোপের অভিবাসী নীতির কঠোর প্রদক্ষেপ ও অন্যান্য বৈরী নীতির কারণে প্রবাসীদের জন্য সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। ইউরোপে বাংলাদেশীদের আলোকিত ভবিষ্যতের কর্মপরিধির বিষয়গুলো যে বাংলাদেশকে উজ্জ্বল্য করছে সেইসব বিষয়ও মতবিনিময়ে স্থান পায়।
এসময় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি,৫২বাংলাটিভি প্রতিনিধি মো.ছালাহ উদ্দিন,স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এম লাইবুর রহমান,সদস্য জাফর আহমদ,বার্সেলোনা যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,কমিউনিটি নেতা শিপলু নিয়াজী,কমিউনিটি নেতা শিপলু রাজ,৫২বাংলাটিভি সংবাদ পাঠিকা জিনাত সুলতানা,কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ প্রমূখ।