পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের একটি হেলথ সেন্টারে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানায় ঘটনাটি ঘটে সকাল ১১টায় স্থানীয় সেন্ট স্টিপনেস হেলথ সেন্টারে। আহত তিনই আশংকামুক্ত হলেও তাদেরকে হাসপাতালে নেয়া হয়।
স্যোশাল মিডিয়ার একটি ভিডিও সূত্রে বিবিসি জানায় লম্বা চুলের আন্ডারপেন্ট পরিহিত এক ব্যক্তিকে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে তাদের ভ্যানে তুলতে দেখা গেছে।
ঘটনার পরপরই পুলিশ উক্ত এলাকা ব্যারিকেড দিয়ে রাখে।
লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস জানায় খবর পেয়ে তারা দ্রুত সেখানে পৌছায়। সেখানে প্রাথমিকভাবে ৪জনকে চিকিৎসা দেয়া হলেও তিনজনকেই হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মেট পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত একজন পুরুষকে আটক করা হয়েছে।ঘটনাটি সন্ত্রাসের সাথে জড়িত নয়। তদন্ত অব্যাহত রয়েছে।