৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া
- আপডেট সময় : ১১:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 214

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এ চালানো সাত ঘণ্টার বিশেষ অভিযানে আটকানো হয় শতাধিক বিদেশিকে। নিরাপত্তা ও অভিবাসন যাচাইয়ে ব্যর্থ হওয়ায় তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেএসইএম)।
শুক্রবার পরিচালিত এই অভিযানে ৪০০ জনেরও বেশি যাত্রীর পাসপোর্ট, ভ্রমণ ইতিহাস ও প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বারনামা জানায়, উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই বিশেষ অভিযান চালানো হয়।
এক বিবৃতিতে একেপিএস জানায়, ফেরত পাঠানো ৯৯ জন যাত্রীর সবাই পুরুষ। তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি রয়েছেন। কর্মকর্তারা জানান, সন্দেহজনক ভ্রমণের কারণ ও অসংগতিপূর্ণ রেকর্ডের ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়।
এর আগের দিন বৃহস্পতিবারও ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ, যারা ভ্রমণের শর্ত পূরণে ব্যর্থ হয়েছিলেন।
মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অভিবাসন রোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
সূত্র- বারনামার


















