সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ শাহ্জি বাজারে তেলের ট্রেন লাইন চ্যুত ; সিলেটের সাথে যোগাযোগ বন্ধ
৫২ বাংলা
- আপডেট সময় : ০৩:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / 900
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন লাগার পর সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রবিববার দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলার শাহ্জিবাজার রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তা জানিয়েছেন।
শাহ্জিবাজার স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। শাহ্জিবাজার রেলস্টেশন এলাকার কাছাকাছি পৌছানোর পর হঠাৎ ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ট্রেনে আগুন ধরে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন মাস্টার আরও জানান, আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে।
এদিকে, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে মাটিতে তেল ছড়িয়ে পড়ায় স্থানীয়রা তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছে।




















