হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো বিমান
- আপডেট সময় : ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 147
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি মালবাহী কার্গো বিমান (কার্গো প্লেন) রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। দুর্ঘটনায় অন্তত দুজনের প্রাণহানির আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের।
দুবাই থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, অবতরণের পর কার্গো বিমানটি রানওয়ের পাশে থাকা একটি বাহনে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ওই বাহনের দুই আরোহী মারা গেছেন। তবে দুর্ঘটনা বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা গেছে, এয়ারএসিটি লিভারিযুক্ত একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান সাগরের পাড়ে আংশিকভাবে ডুবে আছে। উড়োজাহাজের সামনের ও পেছনের অংশ আলাদা হয়ে গেছে।
হংকংয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় কার্গো বিমানটি উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সে সময় দুজন স্থলকর্মী পানিতে পড়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিণতি নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর উত্তর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দক্ষিণ ও কেন্দ্রীয় রানওয়ে আপাতত সচল থাকবে।
বিবৃতিতে ওই স্থলকর্মীদের বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও বলা হয়েছে, কার্গো বিমানের চার আরোহীকে উদ্ধার করা হয়েছে।
এমিরেটস এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, সোমবার তাদের ইকেই৯৭৮৮ ফ্লাইটটি হংকংয়ে অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়। তবে সব আরোহী নিরাপদে আছেন এবং বিমানে কোনো মালামাল ছিল না। এটি ছিল একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান, যা তুরস্কভিত্তিক এসিটি এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া হয়েছিল।
তুর্কি এয়ারলাইন্সটি সাধারণত বড় বিমান সংস্থাগুলোর অতিরিক্ত কার্গো পরিবহনের কাজ করে থাকে। তবে কর্মঘণ্টার বাইরে হওয়ায় যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি রয়টার্স।

















