সিলেটে এনসিপির পথসভায় ‘সম্ভাব্য প্রার্থী’দের পরিচয় করালেন নাহিদ
- আপডেট সময় : ০১:৩০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 217

সিলেট ও সুনামগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচিকে ঘিরে এলাকায় জমে ওঠে উৎসবমুখর পরিবেশ ও বিপুল জনসমাগম। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় কয়েকজন নেতাকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন এবং তাঁদের পাশে থাকার আহ্বান জানান। এতে ধারণা করা হচ্ছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী।
জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার এই কর্মসূচির আয়োজন করে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিয়ে গঠিত এই দল।
সিলেটে নুরুল হুদা জুনেদ ও সুনামগঞ্জে অনিক রায়ের পক্ষে আহ্বান
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বারবার সিলেট ও সুনামগঞ্জের কিছু নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণ এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য, বিদেশফেরত ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পাশে দাঁড়াতে হবে।
সিলেটে পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভায় জনসমুদ্র দেখা যায়। এ সময় ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে এনসিপির পক্ষ থেকে পরিচয় করিয়ে দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বিগত সরকারের আমলে দেশে টিকতে পারেনি। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাই তাকে হাসিনা সরকার দেশে থাকতে দেয় নাই।”
তিনি আরও বলেন, “আপনারা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের হাতকে শক্তিশালী করবেন। এখানে এনসিপির সংগঠন বাড়াতে আপনাদের সকলকে উদ্যোগ নিতে হবে।”
সুরমা উপজেলার বাসিন্দা জামাল মোস্তফা বলেন, “আমি কোনো দলটল করি না, আমি শুধু দেখতে এসেছি—আমাদের দেশের এত দিনের স্বৈরাচারকে যারা তাড়িয়েছে, তাদের সরাসরি দেখতে এসেছি।”
তিনি আরও বলেন, “তাদের কথা শুনে মনে হলো, তারা ভালো কিছু করতে চাচ্ছে রাজনীতিতে।”
অন্যদিকে, সুনামগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সেখানে শিক্ষার্থী কাকলী রানী দাস বলেন, “আমরা তো আন্দোলন করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার শাসন ব্যবস্থা বদলাতে। কিন্তু এখন নেতাদের কথা শুনে মনে হচ্ছে, দেশে পুরো রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করতে চাচ্ছে, তা আমাদের জন্য কল্যাণকর বলে মনে হয়।”
তিনি আরও বলেন, “এরা আমাদের হাওরের মানুষের কথা বলছেন, তাদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলছেন। আমরা হাওরের মানুষ বছরের পর বছর ধরে যে বৈষম্যের শিকার, নেতারা তা বলেছে। তারা যদি বিগত দিনের দলগুলোর মতো কাজের চেয়ে বেশি কথা বলে, তাহলে আমাদের এ জাতির দুঃখ-দুর্দশার কোনো সীমা থাকবে না।”
“আমরা এনসিপির কাছে অনেক বেশি প্রত্যাশা করি, কারণ তারা একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, “আমরা আসলে আমাদের প্রার্থী বা অন্যকিছু বলে নাম উল্লেখ করছি না। তবে নাহিদ ইসলাম যাদের নাম উল্লেখ করছেন, তারা আমাদের ত্যাগী সংগঠক এবং জেলাগুলোতে শুরু থেকে সংগঠন গঠনে ভূমিকা রেখেছেন।”


















