ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ আরও ৩৬টি আসনে প্রার্থী দিলো বিএনপি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে কারা যাচ্ছেন, জানালো বিএনপি

শূন্য হাতে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 57

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসা ব্যক্তিরা

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে নামার পর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত আসা কর্মীদের ব্র্যাক পরিবহনসহ জরুরি সহায়তা প্রদান করে। ফিরিয়ে আনা ৩৯ জনের মধ্যে ২৬ জনই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে আছেন।

এর আগে চলতি বছরেই যুক্তরাষ্ট্র ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এবার ফেরত আসা ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তারা। বাকি পাঁচ জনের মধ্যে দুই জন সরাসরি যুক্তরাষ্ট্রে যান, আর তিন জন দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

পরে এই ৩৯ জন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে ব্রাজিলে বৈধভাবে কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার পর তারা ব্রাজিল না যুক্তরাষ্ট্রে যাচ্ছেন—এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কোনো নজরদারি ছিল কি না, তা প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, “এভাবে ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফেরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে এজেন্সি পাঠিয়েছে এবং অনুমোদন প্রক্রিয়ায় যারা ছিল, তাদের জবাবদিহি নিশ্চিত করা উচিত। নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর আগে সরকারকে সতর্ক হতে হবে।”

ফেরত আসা বাংলাদেশি ও বিমানবন্দর সূত্র জানায়, এই বছরের আগের দফাগুলোর মতো এবার কারও হাতে হাতকড়া বা পায়ে শেকল পরানো হয়নি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের নাগরিকদের মতো বাংলাদেশিদেরও একাধিক দফায় ফেরত পাঠানো হচ্ছে।

এ বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশি ফেরত আসে। এর আগে ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০–এর বেশি। মার্কিন আইনে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে আইসিই প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে এ প্রক্রিয়া দ্রুততর হওয়ায় চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

শূন্য হাতে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে নামার পর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত আসা কর্মীদের ব্র্যাক পরিবহনসহ জরুরি সহায়তা প্রদান করে। ফিরিয়ে আনা ৩৯ জনের মধ্যে ২৬ জনই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে আছেন।

এর আগে চলতি বছরেই যুক্তরাষ্ট্র ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এবার ফেরত আসা ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তারা। বাকি পাঁচ জনের মধ্যে দুই জন সরাসরি যুক্তরাষ্ট্রে যান, আর তিন জন দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

পরে এই ৩৯ জন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে ব্রাজিলে বৈধভাবে কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার পর তারা ব্রাজিল না যুক্তরাষ্ট্রে যাচ্ছেন—এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কোনো নজরদারি ছিল কি না, তা প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, “এভাবে ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফেরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে এজেন্সি পাঠিয়েছে এবং অনুমোদন প্রক্রিয়ায় যারা ছিল, তাদের জবাবদিহি নিশ্চিত করা উচিত। নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর আগে সরকারকে সতর্ক হতে হবে।”

ফেরত আসা বাংলাদেশি ও বিমানবন্দর সূত্র জানায়, এই বছরের আগের দফাগুলোর মতো এবার কারও হাতে হাতকড়া বা পায়ে শেকল পরানো হয়নি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের নাগরিকদের মতো বাংলাদেশিদেরও একাধিক দফায় ফেরত পাঠানো হচ্ছে।

এ বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশি ফেরত আসে। এর আগে ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০–এর বেশি। মার্কিন আইনে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে আইসিই প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে এ প্রক্রিয়া দ্রুততর হওয়ায় চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।