ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ ২ উপদেষ্টা, আইন উপদেষ্টা বললেন সব দাবি মেনে নিয়েছি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 222
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন সরকারের দুই উপদেষ্টা। শিক্ষার্থীদের ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং সব দাবি পূরণ করা হবে। মঙ্গলবার মাইলস্টোন কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে তিনি একথা জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় কলেজ ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এই সময় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব।’
তিনি বলেন, ‘কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি।’
আসিফ নজরুল আরও বলেন, ‘কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি এবং এ ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।’
আসিফ নজরুলের বক্তব্যের পরে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ভবন ৫ এ ঢুকে যান উপদেষ্টারা।
দুপুর পৌনে ২টা নাগাদ ভবনের বাইরে বিপুল সংখক পুলিশ মোতায়েন দেখা যায়। শিক্ষার্থীদের জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’, ‘আমাদের দাবি মানতে হবে’, এমন স্লোগান দেন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।
সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারপরই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। দুপুর আড়াইটার পরও কলেজ ক্যাম্পাস তারা অবরুদ্ধ ছিলেন।

শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন

দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।
এই ঘটনায় অন্তত তিন জনের মাথা ফেটে গেছে। আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহ*তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আ’হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নি*হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব

টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি প্রহরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছাড়তে সক্ষম হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার অব্যবহিত পরেই পুলিশের কঠোর পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বহনকারী গাড়িবহর বের হয়। পরে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে গাড়িগুলো বেরিয়ে যায়।

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজে যান। তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। বের হয়ে যাওয়ার সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরে উপদেষ্টাদের কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে নেওয়া হয়।

বিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিববিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব
কলেজের উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন এ কক্ষে পরে আলোচনার জন্য পাঁচ-সাতজন শিক্ষার্থীকে প্রতিনিধি হিসেব ভেতরে নেওয়া হয়। কয়েক হাজার শিক্ষার্থী তখন কলেজ চত্বরে জড়ো হয়ে ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন।

উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতি ধীরে ধীরে থিতিয়ে আসে। বিকেল সোয়া ৩টার দিকে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব কলেজ থেকে বের হন। এ সময় কলেজের সামনেও শিক্ষার্থীরা ছিল না। তবে উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে সেখানে তারা ফের বাধার মুখে পড়েন।

বিকেল পৌনে ৫টার দিকে দিয়াবাড়ি থেকে ফের গাড়ি ঘুরিয়ে মাইলস্টোন কলেজের দিকে রওয়ানা দেন উপদেষ্টারা। সেখানে পৌঁছে আবারও কলেজের ৫ নম্বর ভবনে অবস্থান নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ ২ উপদেষ্টা, আইন উপদেষ্টা বললেন সব দাবি মেনে নিয়েছি

আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন সরকারের দুই উপদেষ্টা। শিক্ষার্থীদের ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং সব দাবি পূরণ করা হবে। মঙ্গলবার মাইলস্টোন কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে তিনি একথা জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় কলেজ ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এই সময় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব।’
তিনি বলেন, ‘কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি।’
আসিফ নজরুল আরও বলেন, ‘কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি এবং এ ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।’
আসিফ নজরুলের বক্তব্যের পরে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ভবন ৫ এ ঢুকে যান উপদেষ্টারা।
দুপুর পৌনে ২টা নাগাদ ভবনের বাইরে বিপুল সংখক পুলিশ মোতায়েন দেখা যায়। শিক্ষার্থীদের জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’, ‘আমাদের দাবি মানতে হবে’, এমন স্লোগান দেন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।
সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারপরই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। দুপুর আড়াইটার পরও কলেজ ক্যাম্পাস তারা অবরুদ্ধ ছিলেন।

শিক্ষার্থী-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন

দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।
এই ঘটনায় অন্তত তিন জনের মাথা ফেটে গেছে। আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহ*তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আ’হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নি*হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব

টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি প্রহরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছাড়তে সক্ষম হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার অব্যবহিত পরেই পুলিশের কঠোর পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বহনকারী গাড়িবহর বের হয়। পরে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে গাড়িগুলো বেরিয়ে যায়।

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজে যান। তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। বের হয়ে যাওয়ার সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরে উপদেষ্টাদের কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে নেওয়া হয়।

বিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিববিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব
কলেজের উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন এ কক্ষে পরে আলোচনার জন্য পাঁচ-সাতজন শিক্ষার্থীকে প্রতিনিধি হিসেব ভেতরে নেওয়া হয়। কয়েক হাজার শিক্ষার্থী তখন কলেজ চত্বরে জড়ো হয়ে ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন।

উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতি ধীরে ধীরে থিতিয়ে আসে। বিকেল সোয়া ৩টার দিকে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব কলেজ থেকে বের হন। এ সময় কলেজের সামনেও শিক্ষার্থীরা ছিল না। তবে উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে সেখানে তারা ফের বাধার মুখে পড়েন।

বিকেল পৌনে ৫টার দিকে দিয়াবাড়ি থেকে ফের গাড়ি ঘুরিয়ে মাইলস্টোন কলেজের দিকে রওয়ানা দেন উপদেষ্টারা। সেখানে পৌঁছে আবারও কলেজের ৫ নম্বর ভবনে অবস্থান নেন।