শালেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নির্বাচন সম্পন্ন
সভাপতি মতলিব,সাধারণ সম্পাদক ফয়সল,কোষাধ্যক্ষ সুবিন
- আপডেট সময় : ১০:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 561
ব্রিটেনে অবস্থানরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর প্রবাসীদের সামাজিক ও সেবামূলক সংগঠন শালেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মতলিব (আহমেদ খা), সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, কোষাধ্যক্ষ এহসানুল হক সুবিন।

সহ সভাপতি জয়নাল আবেদিন, আব্দুল কাদির, জুবের আহমেদ(ওয়েস্ট) , মাসুম আহমেদ, মজমুল হক, মো: হালিম আহমেদ।
সহ- সম্পাদক আবিদ হুসেইন (আফসার), জুবের আহমেদ (ইস্ট),জনসংযোগ সম্পাদক শামীম আহমেদ,সহ- কোষাধ্যক্ষ ওয়াজাদুর রব চৌধুরী (সানিয়াত), অফিস সম্পাদক আবুল লেইস
উপদেষ্টাবৃন্দ হলেন-
আব্দুল্লাহ আহমেদ (লাইস), দেওয়ান হুসেইন আহমেদ খান, আব্দুল মক্তাদির, আব্দুল হাসিব, নুরুল হক, আব্দুল জলিল, সৈয়দ আমানুল হক, আব্দুল মুকিত ও আব্দুল কাইয়ুম।
নির্বাহি সদস্যবৃন্দ হলেন-
মাহতাব উদ্দিন, আবুল ফজল দিপু, আবুল কালাম, ফয়সল আহমেদ (বড়বাড়ি), মনজুর আহমেদ, জাকির হোসেন, রফিক উদ্দিন, আব্দুল বাসিত (মইনুল হক), সুমন আহমেদ, ইকবাল হোসেন, মাছুম আহমেদ (ওয়েস্ট), শাহিন আহমেদ, তারেক আহমেদ, মাহফুজ মতলিব, মাহদি হাসান আজাদ।
কালেক্টর:
আব্দুল কাইয়ুম, আহমেদ খা, হালিম আহমেদ।
বাংলাদেশ প্রতিনিধি:
দেওয়ান হুসেইন আহমেদ খান, আব্দুল মতলিব (আহমেদ খা), ফয়সল আহমেদ।
বাংলাদেশে আর্থিক তত্ত্বাবধায়ক:
হেলাল উদ্দিন (সদস্য), খালেদ আহমেদ, মসুদ আহমেদ খান।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসীদের মধ্যে ঐক্য, সংহতি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত শালেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে প্রবাসী শালেশ্বরবাসীদের একত্রিত করে ধারাবাহিকভাবে সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রসঙ্গত, শালেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাজ্য এবং বাংলাদেশে একযোগে নানা ধরনের মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কাজ করে আসছে। বিশেষ করে শালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠারকালীন সময় থেকে সংগঠনটির উদ্যোগে শিক্ষকদের বেতন বাবত সহযোগিতা, শিক্ষা উপকরণ প্রদান ,স্থানীয় রাস্তাঘাটের উন্নয়ন, দুস্থদের চিকিৎসা সহায়তা, প্রাকৃতিক দুযোর্গ সহ নানা দুঃসময়ে খাদ্য সরবরাহ সহ নাবাবিদ মানবিক ও সেবামূলক কাজ করে প্রশংসিত ।



















