লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও পুনঃস্থাপনের সিদ্ধান্ত
- আপডেট সময় : ১১:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 130
সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক পাথর লুটপাটের ফলে এলাকা ধীরে ধীরে মরুভূমির রূপ নিচ্ছে— এমন উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে চুরি ও লুটপাট ঠেকাতে এবং ইতোমধ্যে চুরি হওয়া পাথর পুনঃস্থাপনে জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ দফা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। সেদিন সন্ধ্যায় জেলা ও বিভাগীয় প্রশাসনের যৌথ উদ্যোগে সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো—
-
২৪ ঘণ্টা যৌথবাহিনী টহল — জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন।
-
স্থায়ী চেকপোস্টে যৌথবাহিনী অবস্থান — গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্টে যৌথবাহিনীর উপস্থিতি।
-
অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ — অবৈধভাবে স্থাপন করা পাথর ক্রাশিং মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধে চলমান অভিযান জোরদার।
-
আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার — পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ নিশ্চিত করা।
-
পুনঃস্থাপন — উদ্ধার হওয়া পাথর পূর্বের স্থানে ফিরিয়ে নেওয়া।
সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব পদক্ষেপের মাধ্যমে সাদাপাথর এলাকায় পর্যটনের পরিবেশ পুনরুদ্ধার এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে।

















