ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লন্ডনবাসী  রওশন আরা সীমা ‘র ইন্তেকাল, শুক্রবার বাদ জুম্মা জানাযা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • / 1917
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা সদর ইউনিয়নের  শিক্ষার মহল গ্রামের   মরহুম হাজি আজির উদ্দিন মাষ্টার  এর  মেয়ে লন্ডন প্রবাসি রওশন আরা সীমা  ২৪ জানুয়ারী বৃহস্পতিবার   ইস্ট লন্ডনের  রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ৷  ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।

রওশন আরা সীমা লন্ডন প্রবাসি  কমিউনিটি নেতা বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা  যুগ্ম সাধারণ  সম্পাদক কামরুল ইসলাম এবং যুগ্ম  ট্রেজারার আবুল কাশেমের  চাচাতো বোন ৷

২৫ জানুয়ারী শুক্রবার  বাদ জুম্মা – ইষ্ট লন্ডন মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন  তাঁর ছোট ভাই বার্মিংহাম  নিবাসি মারুফ আহমেদ ৷

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনবাসী  রওশন আরা সীমা ‘র ইন্তেকাল, শুক্রবার বাদ জুম্মা জানাযা

আপডেট সময় : ০৭:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯

বড়লেখা সদর ইউনিয়নের  শিক্ষার মহল গ্রামের   মরহুম হাজি আজির উদ্দিন মাষ্টার  এর  মেয়ে লন্ডন প্রবাসি রওশন আরা সীমা  ২৪ জানুয়ারী বৃহস্পতিবার   ইস্ট লন্ডনের  রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ৷  ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।

রওশন আরা সীমা লন্ডন প্রবাসি  কমিউনিটি নেতা বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা  যুগ্ম সাধারণ  সম্পাদক কামরুল ইসলাম এবং যুগ্ম  ট্রেজারার আবুল কাশেমের  চাচাতো বোন ৷

২৫ জানুয়ারী শুক্রবার  বাদ জুম্মা – ইষ্ট লন্ডন মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন  তাঁর ছোট ভাই বার্মিংহাম  নিবাসি মারুফ আহমেদ ৷