ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন ভারতে কতদিন থাকবেন, জানালেন জয়শঙ্কর আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আইন সংশোধন, উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 237
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে রাজনৈতিক দল ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ রেখে আইনে আনা সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক।

সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৯তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই উদ্বেগ জানান।

বাংলাদেশ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, “রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ রেখে সম্প্রতি যে আইনি পরিবর্তন আনা হয়েছে এবং এ-সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি সংগঠনের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার ওপর অযথা বিধিনিষেধ আরোপ করবে।”

তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে কিছু অগ্রগতির ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তার ভাষ্য, “আমি অর্থবহ সংস্কারের মাধ্যমে অগ্রগতির আহ্বান জানাচ্ছি, যাতে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার চলতি বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সব কার্যক্রম বিচার প্রক্রিয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে।

এর আগে, গত বছরের অক্টোবরে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল।

ফলকার তুর্ক তার বক্তব্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়েও মন্তব্য করেন।

তিনি বলেন, “বিশ্বের বহু দরিদ্র জনগোষ্ঠী আরও পেছনে পড়ে যাচ্ছে। তাদের খাদ্য, স্বাস্থ্য ও উপযুক্ত জীবনমান এখন হুমকির মুখে। নিম্ন আয়ের দেশগুলোর অর্ধেকের বেশি এখন ঋণসঙ্কটে বা উচ্চ ঝুঁকিতে রয়েছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির প্রভাব স্বল্পোন্নত দেশগুলোতে সুনামির মতো আঘাত হানবে। বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের মতো রপ্তানিনির্ভর দেশগুলোর ওপর এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। উচ্চ শুল্কের কারণে অনেকেই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আইন সংশোধন, উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বাংলাদেশে রাজনৈতিক দল ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ রেখে আইনে আনা সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক।

সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৯তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই উদ্বেগ জানান।

বাংলাদেশ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, “রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ রেখে সম্প্রতি যে আইনি পরিবর্তন আনা হয়েছে এবং এ-সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি সংগঠনের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার ওপর অযথা বিধিনিষেধ আরোপ করবে।”

তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে কিছু অগ্রগতির ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তার ভাষ্য, “আমি অর্থবহ সংস্কারের মাধ্যমে অগ্রগতির আহ্বান জানাচ্ছি, যাতে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।”

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার চলতি বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সব কার্যক্রম বিচার প্রক্রিয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে।

এর আগে, গত বছরের অক্টোবরে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল।

ফলকার তুর্ক তার বক্তব্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়েও মন্তব্য করেন।

তিনি বলেন, “বিশ্বের বহু দরিদ্র জনগোষ্ঠী আরও পেছনে পড়ে যাচ্ছে। তাদের খাদ্য, স্বাস্থ্য ও উপযুক্ত জীবনমান এখন হুমকির মুখে। নিম্ন আয়ের দেশগুলোর অর্ধেকের বেশি এখন ঋণসঙ্কটে বা উচ্চ ঝুঁকিতে রয়েছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির প্রভাব স্বল্পোন্নত দেশগুলোতে সুনামির মতো আঘাত হানবে। বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের মতো রপ্তানিনির্ভর দেশগুলোর ওপর এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। উচ্চ শুল্কের কারণে অনেকেই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে।”