সংবাদ শিরোনাম :
যে গ্রামের ঘরে নেই দরজা, ব্যাংকে নেই তালা
৫২ বাংলা
- আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / 1334
দুই শতাধিক বসতবাড়ির একটি গ্রাম।নাম শিংনাপুর! আপাতত স্বাভাবিক মনে হলেও গ্রামটিকে নিয়ে আছে বিস্ময়ক তথ্য।
ভারতের মহারাষ্ট্রের নাভাসা জেলার আহমেদ নগর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গ্রামটির ঘরগুলোর একটিতেও নেই দরজা। গ্রামে একমাত্র ব্যাংকেও নেই তালা। গ্রামটিতে প্রবেশেও নেই কোনো ‘প্রবেশ দরজা’।
চাইলে দিন-রাত ২৪ ঘণ্টাই যে কেউ, যে কারও ঘরে প্রবেশ করতে পারবে।সব বাসিন্দার ঘরের দরজা খোলা থাকে। বিস্তারিত দেখুন সাব্বির আহমেদ পরাগের প্রতিবেদনে-
[youtube]q_bcY4HzK5Q[/youtube]

















