যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেলেন সাংবাদিক স্বপন দাস
- আপডেট সময় : ০৫:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / 1504
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের নিউজার্সীর পার্শ্ববর্তি ‘রংকল-কমা’র বাসিন্দা সাংবাদিক ও কলামিষ্ট স্বপন দাশ (৫৫)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পূর্ব-জানাইয়ার স্বর্গীয় ব্যবসায়ী ঠাকুর মণি দাশ ও প্রীতি রানী দাশ দম্পতির বড় ছেলে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট-বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধির দায়িত্বপালন করার পাশাপাশি বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালনও করেছেন।
যুক্তরাষ্ট্রে তিনি স্ত্রী সিকা রানী দাশ ও ১৯ বছরের একমাত্র ছেলে রিমন দাশ অর্ক, ছোটবোন পল্লবী দাশ, দেশে ৭৫বছর বয়স্ক মা ও দুই ভাই, এক বোন ও আত্মীয় স্বজনসহ দেশে-বিদেশে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯ টারদিকে নিউজার্সী এলাকার ‘স্পনীব্রোক’ নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানা যায়, স্থায়ীভাবে বসবাসের জন্য ২০১৬ সালে স্ত্রী-সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন স্বপন দাস। সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে স্বপরিবারে দেশে ফিরে দু’মাস পর আবার যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর ২০২০ সালের এপ্রিলে তার করোনা পজিটিভ হলে ২০এপ্রিল তাকে নিউজার্সী এলাকার ‘স্পনীব্রোক হাসপাতালে ভর্তি করা হয়। এর একমাস পর ২২ মে তার অবস্থার আরও অবনতি হলে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় দেড়মাস হাসাপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে করোনার কাছেই হার মানতে হয়েছে তাকে।

























