যুক্তরাজ্যে করোনায় একই দিনে দুইভাইর মৃত্যু
দুজনই ছিলেন কমিউনিটির বিশিষ্টজন
- আপডেট সময় : ০৩:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / 1043
যুক্তরাজ্যে বিশিষ্ট কমিউনিটি নেতা, প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তরুণ সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল লেইছ মিয়া আর নেই। মাত্র ১০ ঘন্টা আগে তাঁর বড় ভাই, কমিউনিটি ব্যক্তিত্ব আকদ্দুস আলীও মৃত্যুবরণ করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
১৫ জানুয়ারি শুক্রবার সকালে বড়ভাই আকদ্দুস আলী মারা যান এবং তার ১০ ঘন্টা পর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন ছোটভাই আবুল লেইস মিয়া। বিশিষ্ট কমিউনিটি নেতা, এই দুইভাইর মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে।
মরহুম আবুল লেইছ মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করতে তহবিল সংগ্রহ ও আন্দোলনে তাঁর বিরাট ভূমিকা ছিল। আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব গৌছ খান সহ নেতৃবৃন্দকে নিয়ে আবুল লেইছ মুক্তিযুদ্ধের পক্ষে তহবিল সংগ্রহ ও বাংলাদেশীদের সংগঠিত করতে কাজ করেছেন।
৭৫ এ জাতির জনকের মৃত্যর পরবর্তী সময়ে এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিটি আন্দোলনে আবুল লেইস মিয়ার নেতৃস্থানীয় ভূমিকা ছিল।
তিনি লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও এক সময় দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে নিউহ্যামে বসবাস করছিলেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসশী গ্রামে।
প্রয়াত দুই ভাইয়ের জানাজা ও দাফনের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।



















