মোসাদের গুপ্তচরদের ধরপাকড়, হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনা নয়: ইরান
- আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 276

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং সমাজে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, গ্রেপ্তারকৃতরা ‘বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করছিলেন’ এবং ‘শত্রুর হয়ে তথ্য সংগ্রহ, মনস্তাত্ত্বিক হামলার অংশ হিসেবে গুজব ছড়ানো ও জনগণের মনে ভীতি সঞ্চার’ করছিলেন বলে দাবি করেছে খুজেস্তানের প্রসিকিউটর অফিস।
প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের বিরুদ্ধে কঠোর তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, নিরাপত্তা লঙ্ঘন ও তথ্য পাচারের অভিযোগে মামলা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।
মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে চলা ছায়াযুদ্ধ ১৩ জুন সংঘাতে রূপ নেয়। ওইদিন ইসরায়েল একযোগে ইরানের কয়েকটি সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দেশটির বহু স্থাপনা ও ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের পাল্টা হামলায় অন্তত ২৫ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক শ’ মানুষ।
অন্যদিকে, ইরানের সরকারি ও বেসরকারি গণমাধ্যম দাবি করছে, ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
ইরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে প্রতিবেদনে বলা হয়।
আক্রমণ বন্ধ না হলে নতুন পরমাণু আলোচনা নয়: ইরান
ইরানের সঙ্গে ইসরায়েলের ‘দীর্ঘস্থায়ী’ সংঘাতের হুঁশিয়ারির মধ্যে তেহরান বলেছে, আক্রমণের মুখে থাকা অবস্থায় তারা পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় বসবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনিভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই কূটনীতিকরা আরাগচিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন।
‘কঠিন দিন’ আসছে বলে সতর্ক করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এয়াল জামির এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশকে ‘দীর্ঘমেয়াদী অভিযানের’ জন্য প্রস্তুত থাকতে হবে।
বিবিসি লিখেছে, মধ্য ইসরায়েলের দিকে তেহরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইরানের ক্ষেপণাস্ত্রগার ও উৎক্ষেপণ ব্যবস্থা নিশানা করে রাতে নতুন আক্রমণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এই লড়াইয়ের মধ্যে ইসরায়েলের তেল আবিব শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্য ইসরায়েলে গোলার টুকরা পড়ে একটি ভবনে আগুন ধরার খবর প্রকাশিত হয়েছে।
আরাগচি বলেছেন, ইসরায়েলের ‘আগ্রাসন বন্ধ হলেই’ কেবল ইরান কূটনীতির কথা বিবেচনা করবে।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান ‘আত্মরক্ষার বৈধ অধিকার’ চর্চা অব্যাহত রাখবে।
“আমি স্পষ্টভাবে বলছি, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কোনো আলোচনার বিষয় নয়।”
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, ইরানের ‘গণহত্যামূলক এজেন্ডা’ রয়েছে এবং তারা একটি অব্যাহত হুমকি তৈরি করছে। তিনি বলেন, পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ না হওয়া পর্যন্ত ইসরায়েল সেগুলোকে নিশানা করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভাব্য মার্কিন বিমান হামলা এড়াতে ইরানের ‘সর্বোচ্চ’ দুই সপ্তাহ সময় রয়েছে। বৃহস্পতিবার ঘোষিত ১৪ দিনের এই সময়সীমার আগেও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প বলেন, “আমি তাদের একটি সময় দিচ্ছি, এবং বলতে চাই, দুই সপ্তাহ হবে সর্বোচ্চ। এর উদ্দেশ্য হলো মানুষের বোধোদয় হয় কি না তা দেখা।”
আরাগচির সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের ভাষায়, “ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না। তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়। ইউরোপ এতে সহায়তা করতে পারবে না।”
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্র একটি ‘সংক্ষিপ্ত সময়সীমা’ দিয়েছে, যা ‘ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত গুরুতর’।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, হামলা বন্ধের জন্য অপেক্ষা না করে যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করতে আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রিরা।
ব্যারো বলেন, সামরিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা চূড়ান্তভাবে সমাধান করা সম্ভব নয়।
ইরানে জোর করে শাসনব্যবস্থা পরিবর্তনের ভাবনা বিপজ্জনক বলেও তিনি সতর্ক করেন।
বিবিসি লিখেছে, ইসরায়েলে শুক্রবার ফের হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হাইফা শহরকে নিশানা করে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এর মধ্যে এক ইসরায়েলি নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাতে চলমান সংঘাতে ইসরায়েলে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণস্থলে আঘাত হেনেছে।
গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে, নিহত হয়েছেন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ২২৪ জন নিহত হয়েছে। তবে একটি মানবাধিকার সংস্থা বৃহস্পতিবার অনানুষ্ঠানিক মৃত্যুর সংখ্যা ৬৩৯ বলে জানিয়েছে।
ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
























