‘মাননীয় মেয়র’ হিসেবে নগর ভবনেই মতবিনিময় সভা করলেন ইশরাক
- আপডেট সময় : ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 231

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদর দপ্তর নগর ভবনে এক সভায় অংশ নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
সোমবার (১৫ জুন ২০২৫) দুপুরে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা হয় নগর ভবনের মিলনায়তনে। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র’।
এর আগে ২০২০ সালের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেয়।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনো শপথের উদ্যোগ না নেওয়ায় ইশরাক ঘোষণা দেন, সরকার উদ্যোগ না নিলে তিনি নিজেই ঢাকাবাসীর সমর্থনে মেয়র হিসেবে শপথ নেবেন। এরই ধারাবাহিকতায় সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়, যেখানে ইশরাককে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
ডিএসসিসির একটি সূত্র জানায়, রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং নাগরিকসেবা উন্নয়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক। সেখানে উপস্থিত কয়েকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট উপহার দেন।
ব্যানারে ‘মেয়র’ লেখা নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক বলেন, ‘আজ আমরা ডিএসসিসির কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছি। এই অনুষ্ঠানের আয়োজন আমি করিনি। কেউ যদি আমন্ত্রণ জানিয়ে আমাকে “মেয়র” বলে সম্বোধন করে, সেটি তাদের সিদ্ধান্ত। আমি কিছু বলছি না।’
তিনি আরও বলেন, ‘এটা জনগণের দাবি, আর বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটাকে বহাল রেখেছে।’
‘যারা এই সম্বোধন নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের আরও শিক্ষিত হওয়া দরকার,’ বলেন ইশরাক। ‘নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে স্পষ্টভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে।’


















