ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা সংগ্রামী আহমদ রফিক লাইফ সাপোর্টে

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 233

ভাষা সংগ্রামী আহমদ রফিক

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেখক, গবেষক ও ভাষা সংগ্রামী, প্রবীণ বুদ্ধিজীবী আহমদ রফিকের শারীরিক অবস্থা গুরুতর। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ অক্টোবর) বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিডনির জটিলতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার অভাবে গত রবিবার তাঁকে বারডেমে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে অবস্থানকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও এখনো সেই সহায়তা বাস্তবায়িত হয়নি।

১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক আজীবন লেখালেখি, গবেষণা ও সংস্কৃতিচর্চায় নিজেকে নিবেদিত করেছেন। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই রবীন্দ্রবিশেষজ্ঞ শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। দুই বাংলায় রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর থেকে নিঃসন্তান আহমদ রফিক একাই জীবনযাপন করছেন। নিউ ইস্কাটনের ভাড়া বাসায় বসবাস করা এই গবেষকের ব্যক্তিগত সংগ্রহে বিপুল সংখ্যক বই রয়েছে, তবে তাঁর উল্লেখযোগ্য কোনো আর্থিক সম্পদ নেই। যা কিছু সম্পদ ছিল, তিনি তা ইতিমধ্যেই বিলিয়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ভাষা সংগ্রামী আহমদ রফিক লাইফ সাপোর্টে

আপডেট সময় : ১১:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

লেখক, গবেষক ও ভাষা সংগ্রামী, প্রবীণ বুদ্ধিজীবী আহমদ রফিকের শারীরিক অবস্থা গুরুতর। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ অক্টোবর) বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিডনির জটিলতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার অভাবে গত রবিবার তাঁকে বারডেমে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে অবস্থানকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও এখনো সেই সহায়তা বাস্তবায়িত হয়নি।

১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক আজীবন লেখালেখি, গবেষণা ও সংস্কৃতিচর্চায় নিজেকে নিবেদিত করেছেন। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই রবীন্দ্রবিশেষজ্ঞ শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। দুই বাংলায় রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর থেকে নিঃসন্তান আহমদ রফিক একাই জীবনযাপন করছেন। নিউ ইস্কাটনের ভাড়া বাসায় বসবাস করা এই গবেষকের ব্যক্তিগত সংগ্রহে বিপুল সংখ্যক বই রয়েছে, তবে তাঁর উল্লেখযোগ্য কোনো আর্থিক সম্পদ নেই। যা কিছু সম্পদ ছিল, তিনি তা ইতিমধ্যেই বিলিয়ে দিয়েছেন।