ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশীদের জন্যে বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইট ১৩ জুন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / 1287
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুলা তাসনীমের বিশেষ উদ্যোগে ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশীদের নিয়ে বিমানের আরো একটি বিশেষ ফ্লাইট আগামি ১৩ জুন হিথরো থেকে ছেড়ে যাবে।

হাইকমিশনের অনুরোধে এবং বাংলাদেশ সরকারের নির্দেশে ঢাকা-রোম রুটে একটি বিশেষ বিমানকে রি- রুট করা হয়েছে, যা আগামী ১৩ জুন শনিবার সকাল ১০ টায় হিথরো বিমান বন্দরে টার্মিনাল ২ থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।

এ সম্পর্কে হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘‘বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে বিমানটি ১৩ জুন শনিবার হিথরো হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যে সব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ১১ জুনের মধ্যে হাইকমিশনের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

হাইকমিশন থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, কেবলমাত্র বাংলাদেশ হাইকমিশন লন্ডনের রেজিষ্টার্ড যাত্রীরাই কেবল এই বিমানে ভ্রমণ করতে পারবেন।
যাত্রীদের অবশ্যই বাংলাদেশী পাসপোর্ট, এনভিআর এবং বিদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভিসা ও করোনায় আক্রান্ত নন বলে মেডিকেল সনদ থাকতে হবে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথানিয়মে রেজিষ্টার্ড বাংলাদেশি যাত্রীদের মেডিকেল সনদ প্রদান করবে।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে “অন এরাইভাল” ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকায় যেসব যাত্রীর বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন তাদের পক্ষে এই বিশেষ বিমানে ভ্রমণ সম্ভব নয়।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাই কমিশনে নীচের টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করতে হবে। +৪৪-০৭৪৫৯৭৫৫৪৫৭, +৪৪৭৪৩৮৪২৯৯৩৯ এবং ইমেইল: mahfuza.sultana@mofa.gov.bd I monirul.hoque@mofa.gov.bd|.

আগামী ১৩ জুন শনিবার বিশেষ বিমানে (ফ্লাইট নং ৪১০৬) সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে। এ বিশেষ বিমানের জন্য ইকোনোমী শ্রেনীর ভাড়া শুল্কসহ নির্ধারন করা হয়েছে ৬০০ পাউন্ড, অপ্রাপ্ত বয়স্কদের জন্য ̈৫৫০ পাউন্ড এবং শিশুদের জন্য ১৫০ পাউন্ড।বিজনেস শ্রেণীর ভাড়া ১৪৩৫ পাউন্ড, অপ্রাপ্তবয়স্কদের ১৩১৫ পাউন্ড এবং শিশুদের ৩৬০ পাউন্ড। এ ভাড়া কেবল লন্ডন থেকে ঢাকা একমূখী যাত্রার জন্য নির্ধারিত। ইকোনোমী শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৪০ কেজি এবং বিজনেস শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৫০ কেজি ব্যগেজ সুবিধা পাবেন। ভাড়া বাংলাদেশ এয়ারলাইন্স লি:-এর নামে নিচের যেকেনো ব্যাংক হিসাবে ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করার পর টিকিট ইস্যু করা হবে। ব্যাংক হিসাবগুলো হচ্ছে-হাবিব ব্যাংক, হিসাব নং ৭০০২৪৯৩৫, সর্টকোড ৬০৯৫১১ (যুক্তরাজ্য থেকে ট্রান্সফারের জন্য) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হিসাব নম্বর -০১২৭০২৫১৭০১, IBAN : GB74 SCBL 6091 0412 7025 17, SWIFT: SCBLGB2L (আন্তর্জাতিক ট্রান্সফারের জন্য )

এই বিশেষ বিমানের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন লন্ডন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথরো এয়ারপোর্ট কতৃপক্ষ ঘনিষ্টভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত ১০মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে শতাধিক আটকে পড়া বাংলাদেশি দেশে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশীদের জন্যে বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইট ১৩ জুন

আপডেট সময় : ০৪:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুলা তাসনীমের বিশেষ উদ্যোগে ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশীদের নিয়ে বিমানের আরো একটি বিশেষ ফ্লাইট আগামি ১৩ জুন হিথরো থেকে ছেড়ে যাবে।

হাইকমিশনের অনুরোধে এবং বাংলাদেশ সরকারের নির্দেশে ঢাকা-রোম রুটে একটি বিশেষ বিমানকে রি- রুট করা হয়েছে, যা আগামী ১৩ জুন শনিবার সকাল ১০ টায় হিথরো বিমান বন্দরে টার্মিনাল ২ থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।

এ সম্পর্কে হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘‘বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে বিমানটি ১৩ জুন শনিবার হিথরো হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যে সব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ১১ জুনের মধ্যে হাইকমিশনের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

হাইকমিশন থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, কেবলমাত্র বাংলাদেশ হাইকমিশন লন্ডনের রেজিষ্টার্ড যাত্রীরাই কেবল এই বিমানে ভ্রমণ করতে পারবেন।
যাত্রীদের অবশ্যই বাংলাদেশী পাসপোর্ট, এনভিআর এবং বিদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভিসা ও করোনায় আক্রান্ত নন বলে মেডিকেল সনদ থাকতে হবে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথানিয়মে রেজিষ্টার্ড বাংলাদেশি যাত্রীদের মেডিকেল সনদ প্রদান করবে।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে “অন এরাইভাল” ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকায় যেসব যাত্রীর বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন তাদের পক্ষে এই বিশেষ বিমানে ভ্রমণ সম্ভব নয়।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাই কমিশনে নীচের টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করতে হবে। +৪৪-০৭৪৫৯৭৫৫৪৫৭, +৪৪৭৪৩৮৪২৯৯৩৯ এবং ইমেইল: mahfuza.sultana@mofa.gov.bd I monirul.hoque@mofa.gov.bd|.

আগামী ১৩ জুন শনিবার বিশেষ বিমানে (ফ্লাইট নং ৪১০৬) সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে। এ বিশেষ বিমানের জন্য ইকোনোমী শ্রেনীর ভাড়া শুল্কসহ নির্ধারন করা হয়েছে ৬০০ পাউন্ড, অপ্রাপ্ত বয়স্কদের জন্য ̈৫৫০ পাউন্ড এবং শিশুদের জন্য ১৫০ পাউন্ড।বিজনেস শ্রেণীর ভাড়া ১৪৩৫ পাউন্ড, অপ্রাপ্তবয়স্কদের ১৩১৫ পাউন্ড এবং শিশুদের ৩৬০ পাউন্ড। এ ভাড়া কেবল লন্ডন থেকে ঢাকা একমূখী যাত্রার জন্য নির্ধারিত। ইকোনোমী শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৪০ কেজি এবং বিজনেস শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৫০ কেজি ব্যগেজ সুবিধা পাবেন। ভাড়া বাংলাদেশ এয়ারলাইন্স লি:-এর নামে নিচের যেকেনো ব্যাংক হিসাবে ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করার পর টিকিট ইস্যু করা হবে। ব্যাংক হিসাবগুলো হচ্ছে-হাবিব ব্যাংক, হিসাব নং ৭০০২৪৯৩৫, সর্টকোড ৬০৯৫১১ (যুক্তরাজ্য থেকে ট্রান্সফারের জন্য) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হিসাব নম্বর -০১২৭০২৫১৭০১, IBAN : GB74 SCBL 6091 0412 7025 17, SWIFT: SCBLGB2L (আন্তর্জাতিক ট্রান্সফারের জন্য )

এই বিশেষ বিমানের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন লন্ডন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথরো এয়ারপোর্ট কতৃপক্ষ ঘনিষ্টভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত ১০মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে শতাধিক আটকে পড়া বাংলাদেশি দেশে ফিরেছেন।