ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বো এলাকায় নির্মাণ হচ্ছে ৬২টি নতুন বাড়ি, কাজ শেষ ডিসেম্বরে
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শতভাগ অর্থায়ন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০১:৩৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 204

Arnold Road New Housing - 19Jun25

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪ হাজার বাড়ি নির্মাণের প্রতিশ্রুতিতে আরো এক ধাপ অগিয়ে গেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বো এলাকার আর্নেল্ড রোডে নির্মাণ করা হচ্ছে ৬২টি নতুন বাড়ি।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শতভাগ অর্থায়নে নতুন বাড়িগুলো নির্মাণ করছে জ্যারান ফকস কনস্ট্রাকশন কোম্পানী।

বো এলাকার উইলিয়াম ব্রিনসন সেন্টারটিতে শতভাগ সাশ্রয়ী মূল্যের বা এফোর্ডেবল এই গুলো বাড়ি নির্মাণ করা হচ্ছে। এখানে রয়েছে এক বেডরুমের ১৬টি, দুই বেডরুমের ১৪টি, তিন বেডরুমের ২০টি এবং চার বেডরুমের ১২টি ফ্ল্যাট। এর মধ্যে দুটি ব্লকে ৬টি হুইলচেয়ারের সুবিধাসসম্বলিত অর্থাৎ এক্সেসেবল ইউনিট রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে স্থানীয় ব্যবসায়ীদের জন্যে রয়েছে ৫টি বাণিজ্যিক ইউনিট।

২০২৫ সালের ডিসেম্বরে বসবাসের জন্যে নতুন বাড়িগুলোতে বাসিন্দারা স্থানান্তরিত হবেন বলে আশা করা হচ্ছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে হাউজিংয়ের জন্য অপেক্ষা করছেন অসংখ্য মানুষ । এরমধ্যে কেউ কেউ ওভারক্রাউডিং বা ঠাসাঠাসি করে অথবা তাদের জন্যে উপযুক্ত নয় এমন বাড়িতে বসবাস করছেন।

নতুন ভবনের ছাদ ঢালায়ের কাজ শুরু করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় জ্যারাম ফকস কন্সট্রাকশনের ডিএমডি জনাথন জ্যারামসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী মেয়র বলেন, “আমাদের কমিউনিটির জন্যে সাশ্রয়ী মূল্যে বেশ উঁচুমানের বাড়ি নির্মাণ করে ডেলিভারি দেওয়ার মতো মাইলফলক তৈরি করতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন, “এগুলো শতভাগ কাউন্সিলের অর্থায়নে নির্মিত হচ্ছে এবং এফোর্ডেবল হাউস।

 

বো এলাকায় ৬২টি নতুন কাউন্সিল হাউস | ডিসেম্বর ২০২৫ এ হস্তান্তর | Mayor Lutfur Rahman’s Housing Project

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বো এলাকায় নির্মাণ হচ্ছে ৬২টি নতুন বাড়ি, কাজ শেষ ডিসেম্বরে
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শতভাগ অর্থায়ন

আপডেট সময় : ০১:৩৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

৪ হাজার বাড়ি নির্মাণের প্রতিশ্রুতিতে আরো এক ধাপ অগিয়ে গেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বো এলাকার আর্নেল্ড রোডে নির্মাণ করা হচ্ছে ৬২টি নতুন বাড়ি।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শতভাগ অর্থায়নে নতুন বাড়িগুলো নির্মাণ করছে জ্যারান ফকস কনস্ট্রাকশন কোম্পানী।

বো এলাকার উইলিয়াম ব্রিনসন সেন্টারটিতে শতভাগ সাশ্রয়ী মূল্যের বা এফোর্ডেবল এই গুলো বাড়ি নির্মাণ করা হচ্ছে। এখানে রয়েছে এক বেডরুমের ১৬টি, দুই বেডরুমের ১৪টি, তিন বেডরুমের ২০টি এবং চার বেডরুমের ১২টি ফ্ল্যাট। এর মধ্যে দুটি ব্লকে ৬টি হুইলচেয়ারের সুবিধাসসম্বলিত অর্থাৎ এক্সেসেবল ইউনিট রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে স্থানীয় ব্যবসায়ীদের জন্যে রয়েছে ৫টি বাণিজ্যিক ইউনিট।

২০২৫ সালের ডিসেম্বরে বসবাসের জন্যে নতুন বাড়িগুলোতে বাসিন্দারা স্থানান্তরিত হবেন বলে আশা করা হচ্ছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে হাউজিংয়ের জন্য অপেক্ষা করছেন অসংখ্য মানুষ । এরমধ্যে কেউ কেউ ওভারক্রাউডিং বা ঠাসাঠাসি করে অথবা তাদের জন্যে উপযুক্ত নয় এমন বাড়িতে বসবাস করছেন।

নতুন ভবনের ছাদ ঢালায়ের কাজ শুরু করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় জ্যারাম ফকস কন্সট্রাকশনের ডিএমডি জনাথন জ্যারামসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী মেয়র বলেন, “আমাদের কমিউনিটির জন্যে সাশ্রয়ী মূল্যে বেশ উঁচুমানের বাড়ি নির্মাণ করে ডেলিভারি দেওয়ার মতো মাইলফলক তৈরি করতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন, “এগুলো শতভাগ কাউন্সিলের অর্থায়নে নির্মিত হচ্ছে এবং এফোর্ডেবল হাউস।

 

বো এলাকায় ৬২টি নতুন কাউন্সিল হাউস | ডিসেম্বর ২০২৫ এ হস্তান্তর | Mayor Lutfur Rahman’s Housing Project