বেলজিয়ামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছেনা
- আপডেট সময় : ০১:৪২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / 1144
ইউরোপ এর রাজধানী বেলজিয়াম এ মহামারী কোভিড ১৯ এর প্রাদুর্ভাব এর কারনে লকডাউন শুরুর পর থেকে মসজিদ গুলোতে কোনো নামজের জামাত হয়নি।
পুরো রমজান মাস জুড়েই মসজিদ গুলোতে গনজমায়েত বন্ধ ছিলো তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের নামাজের জামাত হচ্ছে না বলে জানিয়েছে এক্সিউকিউটিভ মুসলিম ইন বেলজিয়াম (de l’exécutif musulman de Belgique.)।তারা এক ঘোষণায় একথা জানিয়েছে।
কিভাবে মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান গুলো খুলে দেয়া যায়; তার একটা রুপরেখা সরকারের কাছে তুলে ধরার জন্য এক্সিকিউটিভ মুসলিম ইন বেলজিয়াম অন্য সংস্থার সাথে ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
এক্সিকিউটিভ মুসলিম ইন বেলজিয়াম এর প্রস্তাবনা অনুযায়ী আগামি ২৯ মে অথবা ৫ জুন থেকে সর্বোচ্চ ১০০ জনের উপস্থিতিতে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে ধর্মীয় কাজ পরিচালনা করা যেতে পারে তবে এব্যাপারে শেষ সিদ্ধান্ত দিবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
তাই বেলজিয়াম এ এবার সবাইকে সরকারি নির্দেশনা মেনেই ঈদ পালন করতে হবে।

























