বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্ধারণে সমঝোতা না হলে নির্বাচন
- আপডেট সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
- / 1293
বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সভাপতিত্বে সভায় সকল সদস্য খোলা আলোচনা করেন। এতে তাঁরা পরিষদকে শক্তিশালী ও গতিশীল করতে জনপ্রতিনিধি ও প্রশাসন এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সভায় প্যানেল চেয়ারম্যান-১ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এতে সমঝোতার মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্ধারণ করতে দুই ভাইস চেয়ারম্যানকে দু’দিন সময় দেওয়া হয়েছে।
আলোচনা ফলপ্রসু না হলে আগামী বৃহস্পতিবার পরিষদের সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করার সিদ্ধান্ত হয়েছে।তাছাড়া সভায় পরিষদের ১৭টি কমিটির খসড়া উত্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে আগামী সভায় তা অনুমোদন করা হবে।



















