বিএনপি এখন চাঁদাবাজদের দল : এনসিপি’র সমাবেশে নাহিদ
- আপডেট সময় : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 257

ঢাকায় সংবাদ সম্মেলন করে বিএনপি যখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করল; তখন পটুয়াখালীতে সমাবেশে পাল্টা অভিযোগ তুলে দলটিকে ঠেকানোর আহ্বান জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া পদযাত্রা সোমবার পটুয়াখালীতে পৌঁছনোর পর সেখানে সমাবেশে বিএনপিকে সরাসরি ‘চাঁদাবাজদের দল’ আখ্যায়িত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ‘মুজিববাদী সংবিধানের পাহারাদার’ও বলেন খালেদা জিয়ার দলকে।
এদিন সকালেই ঢাকায় সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, পুরান ঢাকায় লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা হচ্ছে।
এনসিপিকে ইঙ্গিত করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি এবং দলের শীর্ষ নেতৃত্বের ‘শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস’ দেখাচ্ছে। যার মধ্য দিয়ে ‘ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কণ্ঠস্বরের প্রতিধ্বনিই’ শোনা যাচ্ছে।
দৃশ্যত তার হুঁশিয়ারির জবাবে পটুয়াখালীর সমাবেশে জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ বিএনপির নাম নিয়ে জনগণের উদ্দেশে বলেন, “চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদের প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগের দেড় দশকের শাসন অবসানের পর বিএনপির সঙ্গে সুসম্পর্কই দেখা গিয়েছিল অভ্যুত্থানের তরুণ নেতাদের।
এরপর বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতভেদ শুরু হয়। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের ছাত্রনেতারা এনসিপি নামে রাজনৈতিক দল গঠনের পর তাদের মধ্যে দূরত্ব দ্রুত বাড়তে থাকে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির ইশরাক হোসেনবে শপথ না পড়ানোয় অন্তর্বর্তী সরকারে থাকা দুই তরুণ উপদেষ্টার পদত্যাগের দাবি তোলে বিএনপি।
এরপর জুলাই সনদ, নির্বাচন নিয়ে মতভেদের মধ্যে গত বুধবার পুরান ঢাকায় বিএনপির সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীর হামলায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ নিহত হওয়ার পর চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয় এনসিপির সমর্থকরা, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ওঠে।
পটুয়াখালীর সমাবেশে নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, যে মাফিয়া-দুর্নীতিবাজ সিস্টেম, সেই সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি, সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে।
“এই সিস্টেম, দুর্নীতি, চাঁদাবাজিতে আগে একটি দল পাহারা দিত, এখন নতুন একটি দল পাহারা দিচ্ছে। এই সিস্টেম, চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে।”
তিনি বলেন, “আমরা বলেছিলাম, বাংলাদেশে মুজিববাদ বিভাজন তৈরি করেছে, মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি।
“কিন্তু সেই মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসাবে আবির্ভুত হয়েছে।”
“চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, সেই পাহারাদারকেও আপনাদের প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে,” বলেন তিনি।
বিএনপিকে ইঙ্গিত করে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা অনৈক্য চাই না, বিভাজন চাই না। তবে কেউ যদি জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে দাঁড়ায়, তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয়।”
অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা দেখেছেন, শেখ হাসিনার সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল, অভ্যুত্থানের পরে সে একই সিস্টেম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান রেখেছে।
“আমরা বলেছিলাম, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। কিন্তু বারবার বাংলাদেশের ভেতর থেকে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করা হচ্ছে, যাতে আমরা দুর্বল থাকি।”
“আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশাল মিডিয়া থেকে মিডিয়ায়। অভ্যুত্থানের নেতৃত্বন্দকে দুর্নীতিপরায়ণ হিসাবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা হচ্ছে। এই ষড়যন্ত্রের জবাব দেব আমরা জনসমর্থন দিয়ে,” বলেন তিনি।
এনসিপির অবস্থান ব্যাখ্যা করে নাহিদ বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, সেই মািফয়া সিস্টেমেরও পতন চেয়েছি। আমরা নতুন বন্দোবস্তের লড়াইয়ের কথা বলেছিলাম, সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে এখন আমরা নেমেছি।
“আমরা এসেছি আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনতে, জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে, আগামীর বাংলাদেশ কীভাবে সবাই মিলে একসাথে গড়তে পারি, তার রূপরেখা তৈরি করতে।”
‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই’ শীর্ষক এই কর্মসূচি থেকে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান নাহিদ।
“জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ৩ আগস্ট শহীদ মিনার থেকে আমরা আদায় করে ছাড়ব।”
সমাবেশে নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আগামী ৩ আগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব। গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের ৩ আগস্ট হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার ইশতেহার।”


















