বানিয়াচংয়ে মা ও শিশু রক্ষায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / 1233
হবিগঞ্জের বানিয়াচংয়ে মা ও শিশুর সুরক্ষায় সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদে স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর লক্ষ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটিতে মা ও শিশু সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে জানানো হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর হার হতাশাজনক। প্রসবকালীন জটিলতায় মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে বেশী।
এ বিষয়ে কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার বক্তারা সরকারি বিভিন্ন পদক্ষেপের পাশপাশি সরকারি চিকিৎসা কেন্দ্রে লোকজনকে নিয়ে আসার জন্য জনসচেতনতা ও আস্থার পরিবেশ তৈরির সুপারিশ করেছেন।
১৪ জুন সোমবার সকাল ১১টায় বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে পায়াক্ট বাংলাদেশ ও আদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগিতায় ডা: মেহেরাজ শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।
উপস্থিত ছিলেন ডা: সালাউদ্দিন সজীব, ডা: উশতিয়াক মাহমুদ, ডা: রাজীব চক্রবর্তী, ডা: মার্জিয়া সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মৌ: হাবিবুর রহমান, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীগন।




















