বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের ইফতার মাহফিল
- আপডেট সময় : ১২:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯
- / 1263
বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই। শনিবার কনসুলেট প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে মুখরিত ছিলো কনসুলেট।
কনসুলেটের প্রথম সচিব (শ্রম) পকির মনোয়ার হোসের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আরো এগিয়ে নিতে প্রবাসিদের একযোগে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন, প্রতি প্রবাসি একেকজন দেশের প্রতিনিধি। তাই প্রবাসিদের আচার আচরণ বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে পরিচায়ক। বিশেষ করে সোস্যাল মিডিয়াতে নেতিবাচক কিছু লেখে দেশ ও নিজের বিপদ ডেকে না আনতে তিনি প্রবাসিদের অনুরোধ করেছেন।
সবশেষে দেশ ও জাতির কল্রাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কনসুলেট কর্মকর্তা ক্বারী শহিদ উল্লাহ।
[youtube]3Sic4scHcIA[/youtube]


























