বাংলাদেশের সাবেক মন্ত্রী নিয়ে তৈরি ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ জিতল অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার
- আপডেট সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 157
বাংলাদেশের সাবেক মন্ত্রীকে ঘিরে নির্মিত আল জাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ জিতেছে মর্যাদাপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার।
ইতালির মোডেনায় অনুষ্ঠিত ডিআইজি ফেস্টিভাল ২০২৫–এর জমকালো আসরে বিশ্বজুড়ে সেরা অনুসন্ধানী সাংবাদিকতা ও রিপোর্টিংকে সম্মান জানানো হয়। এবারের আসরের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের এক সাবেক মন্ত্রীর বিপুল অবৈধ সম্পদ নিয়ে করা তদন্তমূলক প্রতিবেদন।
আল জাজিরার ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ ইনভেস্টিগেটিভ মিডিয়াম ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছে।
জুরির মন্তব্য : জুরির ভাষায়, প্রতিবেদনটি দেখিয়েছে— কীভাবে মাত্র ১২ হাজার টাকার বার্ষিক বেতনের একজন মন্ত্রী বিশ্বের পাঁচটি শহরে ৬০০টিরও বেশি বিলাসবহুল সম্পত্তি অবৈধভাবে কিনতে পেরেছেন।
তারা আরও জানান, গোপন রিপোর্টিং কৌশল ব্যবহার করে মন্ত্রীর ১ কোটি ৪০ লাখ ডলার মূল্যের লন্ডনের বাড়ির ভেতরের দৃশ্য ধারণ করা হয়েছে, যা দুর্নীতির পুরো নেটওয়ার্ককে প্রকাশ করেছে। জুরি এই কাজকে “উচ্চাকাঙ্ক্ষী জবাবদিহিমূলক সাংবাদিকতার দৃষ্টান্ত” বলে আখ্যা দিয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্যালেরিও বাসান ও ফিলিপ ডি সালভো। বিশ্বজুড়ে জমা পড়া ৩০০টিরও বেশি প্রকল্প থেকে বিজয়ীদের বেছে নেওয়া হয়।
ইনভেস্টিগেটিভ মিডিয়াম ক্যাটাগরি
- বিজয়ী: দ্য মিনিস্টার্স মিলিয়নস
- প্রযোজনা: আল জাজিরা (যুক্তরাজ্য)
- দৈর্ঘ্য: ২৫ মিনিট
- পরিচালনা: এ জে আই-ইউনিট
অন্যান্য প্রধান পুরস্কারপ্রাপ্তরা
ক্যাটাগরি: লং ইনভেস্টিগেশন
- বিজয়ী: সারভাইভিং সিরিয়া’স প্রিজন্স (বিবিসি)
- জুরির মন্তব্য: সাক্ষ্য-প্রমাণনির্ভর এই কাজ জীবনরক্ষাকারী প্রমাণ সংগ্রহ করেছে। নির্যাতনকারীদের সরাসরি সাক্ষাৎকার নেওয়ার সাহসিকতাও বিশেষ প্রশংসা পেয়েছে।
ক্যাটাগরি: লং রিপোর্টাজ
- বিজয়ী: হাইতি: দ্য আয়রন গ্রিপ অফ দ্য গ্যাংস (ফ্রান্স২৪)
- জুরির মন্তব্য: বিশ্বের অন্যতম বিপজ্জনক জায়গায় সাংবাদিকদের উপস্থিতি ও পেশাদারিত্বের জন্য এই প্রতিবেদনকে “সাংবাদিকতার স্থিতিস্থাপকতার প্রতিচ্ছবি” বলা হয়েছে।
ক্যাটাগরি: রিপোর্টাজ মিডিয়াম
- বিজয়ী: তিগ্রে: রেপ অ্যাজ এ ওয়েপন (স্বাধীন/আর্টে রিপোর্টাজ)
- জুরির মন্তব্য: যুদ্ধাপরাধ হিসেবে ধর্ষণকে নথিবদ্ধ করার মতো জটিল কাজকে শক্তিশালী ও সংবেদনশীলভাবে উপস্থাপনের জন্য পুরস্কৃত।
ক্যাটাগরি: শর্ট
- বিজয়ী: ইন্ডিয়াস অপিওয়েড কিংস (বিবিসি আফ্রিকা আই, বিবিসি নিউজ)
- জুরির মন্তব্য: ভারতের একটি বৈধ ওষুধ কোম্পানি কীভাবে আফ্রিকার দরিদ্র অঞ্চলে আসক্তি সৃষ্টিকারী সিনথেটিক অপিওয়েড ছড়িয়ে দিচ্ছে, তা উন্মোচনের জন্য পুরস্কার।
ক্যাটাগরি: অডিও ও পডকাস্ট
- বিজয়ী: বুরিড দ্য লাস্ট উইটনেস (স্মোক ট্রেইল প্রোডাকশন)
- জুরির মন্তব্য: জটিল পরিবেশগত সংকটকে মানবিক গল্পে রূপ দেওয়ার দক্ষতা, অসাধারণ সাউন্ডট্র্যাক ও আখ্যানশৈলীর জন্য প্রশংসিত।
ডিআইজি স্পেশাল জুরি প্রাইজ ২০২৫
- বিজয়ী: দ্য নাইট ওন্ট এন্ড (আল জাজিরা ইংরেজি)
- জুরির মন্তব্য: গাজার তিন পরিবারের জীবনকেন্দ্রিক গভীর ও সংবেদনশীল তদন্তের জন্য পুরস্কৃত। জুরি গাজার সাংবাদিকদের সাহসকে সম্মান জানিয়েছে।
ডিআইজি ওয়াচডগ অ্যাওয়ার্ড
এবারের ওয়াচডগ অ্যাওয়ার্ড উৎসর্গ করা হয়েছে গাজার ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি। জুরির মতে, গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ইতিহাসের যেকোনো যুদ্ধের তুলনায় বেশি, যা সাংবাদিকতার জন্য এটিকে সবচেয়ে প্রাণঘাতী সময় হিসেবে চিহ্নিত করেছে।
পুরস্কারটি প্রতীকীভাবে গ্রহণ করেন সাংবাদিক মোহাম্মদ আবেদ এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মধ্যপ্রাচ্য ডেস্ক প্রধান জোনাথন দাগের।
ডিআইজি পিচ ‘মাতেও স্ক্যানি’ ২০২৫
- বিজয়ী প্রকল্প: এ নিউবর্ন
- লেখক: জিওভানি কুলমোনে, মাতেও গারাবোগলিয়া
- পুরস্কার: ১৫ হাজার ইউরো অর্থসহায়তা
- জুরির মন্তব্য: মরক্কোর মৌলিক অধিকার লঙ্ঘন নিয়ে সাহসী অনুসন্ধানী উদ্যোগ, যা আন্তর্জাতিক প্রাসঙ্গিকতার কারণে নির্বাচিত।
সূত্র: দেশকাল নিউজ ডটকম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

















