বাংলাদেশের আছিয়া ধর্ষনকারীদের দ্রুত বিচার দাবি
ইতালিতে মহিলা সংস্থার ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৫:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 309

শনিবার রোমের স্হানীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রওশনারা মুন্নির পরিচালনায় অতিথি হিসেবে রোমের বিভিন্ন নারী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নয়না আহমেদ, সৈয়দা শামীমা জামান, মনোয়ারা বেগম বেবি, উম্মেহানি প্রিন্স, শামীমা আক্তার পপি, আখি সীমা কাউসার, মৌসুমী মৃধা সহ মহিলা সংস্থা ইতালির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীরাও এগিয়ে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধন মাধ্যমে ও বেড়ে ওঠা প্রজন্মদের মাঝে আমাদের ধর্ম ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে এরকম আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে ঘটে যাওয়া আছিয়া ধর্ষণকারীদের অনতি বিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি করেন।
শেষে ইতালি সহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


















