বড়লেখায় শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
আবু তাহের লিপু
- আপডেট সময় : ১২:০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / 1314
শিক্ষকদের আধুনিকায়ন এবং ক্লাসের মান বৃদ্ধির জন্য আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কিভাবে ক্লাস পরিচালনা করা যায় সেই লক্ষ্যে বর্তমান সরকার প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে বড়লেখা উপজেলা পরিষদ এর আয়োজনে ৭ ই জুলাই ২০২০ ইংরেজি তারিখে পি.সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন,জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা ) এর বড়লেখা উপজেলা সমন্বয় জনাব মজিবুর রহমান ও পি.সি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসিনা।
এ প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত হবে।





















