সংবাদ শিরোনাম :
পুলিশ কনস্টেবল মিনহাজ মারা গেছেন: জেলা পুলিশ সুপারের সমবেদনা
৫২ বাংলা
- আপডেট সময় : ০৬:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 1544
সিলেটে ক্যান্সার আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল মিনহাজ আবেদিনের মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩০ বছর।
মিনহাজ রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন।তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নংউত্তর শাহবাজপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড করমপুর গ্রামের সওয়াব আলীর পুত্র।তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সার্কেল) জয়নাল আবেদিনের ছোট ভাই।
মিনহাজ রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সার্কেল) জয়নাল আবেদিনের ছোট ভাই।
এদিকে, পুলিশ কনস্টেবল মিনহাজ আবেদিনের মৃত্যুতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।




















