ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 192
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষই হয়ে গেছে একপ্রকার। তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। গত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে অবসর নিতে চেয়েছিলেন ওয়ানডে থেকে। আর দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তার নেই বললেই চলে।

তারপরও এবারের এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে না থেকেও অন্যভাবে থাকছেন সাকিব! এবারের এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ বিজ্ঞাপন প্রচারও শুরু করেছে। সেই বিজ্ঞাপনে রাখা হয়েছে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ।

সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে গত রাতে। সেখানে দেখানো হয়েছে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব। প্রোমেতো ছিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুবমান গিল ও জসপ্রিত বুমরাদের। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব-বুমরা গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা।

সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখানো হয়েছে ভারত-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান ও বাংলাদেশ-ভারতের লড়াইকে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি— ৩০ সেকেন্ডের প্রোমোর কাভারে আছেন এই পাঁচ ক্রিকেটার।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ ২০২৫। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

আপডেট সময় : ০৮:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫


সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষই হয়ে গেছে একপ্রকার। তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। গত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে অবসর নিতে চেয়েছিলেন ওয়ানডে থেকে। আর দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তার নেই বললেই চলে।

তারপরও এবারের এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে না থেকেও অন্যভাবে থাকছেন সাকিব! এবারের এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ বিজ্ঞাপন প্রচারও শুরু করেছে। সেই বিজ্ঞাপনে রাখা হয়েছে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ।

সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে গত রাতে। সেখানে দেখানো হয়েছে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব। প্রোমেতো ছিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুবমান গিল ও জসপ্রিত বুমরাদের। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব-বুমরা গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা।

সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখানো হয়েছে ভারত-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান ও বাংলাদেশ-ভারতের লড়াইকে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি— ৩০ সেকেন্ডের প্রোমোর কাভারে আছেন এই পাঁচ ক্রিকেটার।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ ২০২৫। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।