ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন নবজাগরণ নারী কল্যাণ সমিতি ইতালী

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / 1057
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণের শাস্তি কঠোর করার দাবিতে দেশে ও প্রবাসে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। নারী ধর্ষণ ও নির্যাতন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেশে ও প্রবাসে বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই এ বিষয়ে কর্মসূচি পালিত হচ্ছে। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার পাশাপাশি নতুন আইন করার দাবিও উঠেছে এসব প্রতিবাদ সভায়।

“আমরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই। খুন করার চেয়ে ধর্ষণ কোনো অংশে ছোট অপরাধ নয়। শাস্তি মৃত্যুদণ্ড হলে স্বাভাবিকভাবে ধর্ষকেরা ভয় পাবে। এসব কথার মধ্যে দিয়ে ইতালীস্হ নব জাগরণ নারী কল্যাণ সমিতি প্রতিবাদ জানিয়েছে।

নারীর প্রতি যেকোনো ধরনের অন্যায়ের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নব জাগরণ নারী কল্যাণ সমিতি সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা তিনি এক বিবৃতিতে বলেনঃ ধর্ষণের আইন সংশোধন করতে সর্বোচ্চ শাস্তি কার্যকর করলে ধর্ষণের মাত্রা কমবে। কেন না, ধর্ষকরা সংখ্যায় কম হলেও, তারা শক্তিশালী। তারা বিভিন্নভাবে পেশিশক্তির মাধ্যমে এসব কাজ করে বেড়ায়। দেশে ও প্রবাসে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যেভাবে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সেভাবে আমাদের সবার জেগে ওঠা উচিত। তিনি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, আমি সরকারকে অনুরোধ করবো ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নৈতিক জাতি গঠনে দায়িত্ব নিতে হবে। আর কোনো ধর্ষণের ঘটনা ঘটতে দেখতে চাই না আমরা। তবে ধর্ষণ রোধে পুরুষ সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান সানজিদা ইসলাম সংঙ্গীতা। তিনি বলেন, “ধর্ষণটা তো পুরুষ সমাজ করে যাচ্ছে, এই সমাজেরও একটা আওয়াজ তোলা উচিত। তাদেরও কিছু করা উচিত।” এবং তিনি নব জাগরণ নারী কল্যাণ সমিতি ইতালীর পক্ষ থেকে এই ধর্ষণ নির্যাতনের নির্মম ঘটনা গুলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন নবজাগরণ নারী কল্যাণ সমিতি ইতালী

আপডেট সময় : ০৪:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০

ধর্ষণের শাস্তি কঠোর করার দাবিতে দেশে ও প্রবাসে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। নারী ধর্ষণ ও নির্যাতন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেশে ও প্রবাসে বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই এ বিষয়ে কর্মসূচি পালিত হচ্ছে। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার পাশাপাশি নতুন আইন করার দাবিও উঠেছে এসব প্রতিবাদ সভায়।

“আমরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই। খুন করার চেয়ে ধর্ষণ কোনো অংশে ছোট অপরাধ নয়। শাস্তি মৃত্যুদণ্ড হলে স্বাভাবিকভাবে ধর্ষকেরা ভয় পাবে। এসব কথার মধ্যে দিয়ে ইতালীস্হ নব জাগরণ নারী কল্যাণ সমিতি প্রতিবাদ জানিয়েছে।

নারীর প্রতি যেকোনো ধরনের অন্যায়ের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নব জাগরণ নারী কল্যাণ সমিতি সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা তিনি এক বিবৃতিতে বলেনঃ ধর্ষণের আইন সংশোধন করতে সর্বোচ্চ শাস্তি কার্যকর করলে ধর্ষণের মাত্রা কমবে। কেন না, ধর্ষকরা সংখ্যায় কম হলেও, তারা শক্তিশালী। তারা বিভিন্নভাবে পেশিশক্তির মাধ্যমে এসব কাজ করে বেড়ায়। দেশে ও প্রবাসে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যেভাবে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সেভাবে আমাদের সবার জেগে ওঠা উচিত। তিনি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, আমি সরকারকে অনুরোধ করবো ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নৈতিক জাতি গঠনে দায়িত্ব নিতে হবে। আর কোনো ধর্ষণের ঘটনা ঘটতে দেখতে চাই না আমরা। তবে ধর্ষণ রোধে পুরুষ সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান সানজিদা ইসলাম সংঙ্গীতা। তিনি বলেন, “ধর্ষণটা তো পুরুষ সমাজ করে যাচ্ছে, এই সমাজেরও একটা আওয়াজ তোলা উচিত। তাদেরও কিছু করা উচিত।” এবং তিনি নব জাগরণ নারী কল্যাণ সমিতি ইতালীর পক্ষ থেকে এই ধর্ষণ নির্যাতনের নির্মম ঘটনা গুলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান