ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দুর্ঘটনায় পঙ্গু  আসাব আলী সহায়তা তহবিল  গঠনের উদ্যোগ
 বিয়ানীবাজারের  ঐতিহ্যবাহি মকবুল হোটেল এর সাবেক কর্মচারী

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 1186
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট বিয়ানীবাজারের প্রাচীন এবং ঐতিহ্যবাহি রেষ্টুরেন্ট মকবুল হোটেল এর অত্যন্ত স্বজ্জন সাবেক কর্মচারী আসাব  উদ্দিন  একটি দুর্ঘটনায় মারাত্নক আহত হয়ে বর্তমানে পঙ্গুত্ব নিয়ে নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোনমতে জীবন যাপন এর লড়াই এ আছে।

আসাব আলী  একজন সুবিধাবঞিত পরিবারের সন্তান। পরিবারের আর কোন উপার্জনক্ষম  মানুষ নেই। উপরন্তু তার বড় মেয়ে বিবাহ উপযুক্ত।

আসাব আলী  চার যুগেরও বেশী সময় থেকে বিয়ানীবাজারের মকবুল হোটেল এর সাবেক অত্যন্ত অমায়িক ও সুপরিচিত এই কর্মচারীকে সহায়তার উদ্যোগ নিয়েছেন  নিজ ইউনিয়নের  যুক্তরাজ্য প্রবাসীবৃন্দ ।

৩১ জানুয়ারি রবিবার যুক্তরাজ্যস্থ পূর্ব মুড়িয়ার প্রবাসীবৃন্দের সহযোগিতায়  বিশিষ্ট ব্যবসায়ী মিসবাহ উদ্দিন, মুহিত এন্ড কোং প্রিন্সিপাল একাউন্ট মোহাম্মদ মুহিত উদ্দিন (এফসিসিএ)  ও সাংবাদিক সাদিক রহমান  এর সমন্বয়ে-  ‘আসাব আলী সহায়তা তহবিল’ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

যুক্তরাজ্যে  বিয়ানীবাজার অঞ্চলের প্রবাসীদের সহযোগিতায় উত্তোলিত এই  টাকা দিয়ে আসাব আলীর  চিকিৎসা  ও পরিবারের জন্য একটি স্থায়ী রোজগারে ব্যবস্থার লক্ষ্য  নিয়ে   আসাব আলীর পরিচিত ও শুভাকাংখিদের কাছে অর্থনৈতিক সহযোগিতার জন্য  আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত আসাব আলী সহায়তা তহবিল এর প্রদানকৃত  টাকার হিসাব  সমন্ধয় কমিটির মাধ্যমে প্রথমে  দাতাদের কাছে প্রকাশ করা হবে  এবং  দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ নিয়ে সুনিদৃষ্ট কাজে ব্যয় করার জন্য সর্বম্মত সিদ্ধান্ত নেয়া হবে।

আসাব আলী সহায়তা তহবিলে দান ও যে কোন তথ্য, সহযোগিতা ও পরাশর্শের জন্য  সমন্বয়ক :  মিসবাহ উদ্দিন-M: 07956802552  , মোহাম্মদ মুহিত উদ্দিন (এফসিসিএ): M:  07944783564 ও সাংবাদিক সাদিক রহমান : 07908484088  এর সাথে যোগাযোগের  জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্ঘটনায় পঙ্গু  আসাব আলী সহায়তা তহবিল  গঠনের উদ্যোগ
 বিয়ানীবাজারের  ঐতিহ্যবাহি মকবুল হোটেল এর সাবেক কর্মচারী

আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

সিলেট বিয়ানীবাজারের প্রাচীন এবং ঐতিহ্যবাহি রেষ্টুরেন্ট মকবুল হোটেল এর অত্যন্ত স্বজ্জন সাবেক কর্মচারী আসাব  উদ্দিন  একটি দুর্ঘটনায় মারাত্নক আহত হয়ে বর্তমানে পঙ্গুত্ব নিয়ে নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোনমতে জীবন যাপন এর লড়াই এ আছে।

আসাব আলী  একজন সুবিধাবঞিত পরিবারের সন্তান। পরিবারের আর কোন উপার্জনক্ষম  মানুষ নেই। উপরন্তু তার বড় মেয়ে বিবাহ উপযুক্ত।

আসাব আলী  চার যুগেরও বেশী সময় থেকে বিয়ানীবাজারের মকবুল হোটেল এর সাবেক অত্যন্ত অমায়িক ও সুপরিচিত এই কর্মচারীকে সহায়তার উদ্যোগ নিয়েছেন  নিজ ইউনিয়নের  যুক্তরাজ্য প্রবাসীবৃন্দ ।

৩১ জানুয়ারি রবিবার যুক্তরাজ্যস্থ পূর্ব মুড়িয়ার প্রবাসীবৃন্দের সহযোগিতায়  বিশিষ্ট ব্যবসায়ী মিসবাহ উদ্দিন, মুহিত এন্ড কোং প্রিন্সিপাল একাউন্ট মোহাম্মদ মুহিত উদ্দিন (এফসিসিএ)  ও সাংবাদিক সাদিক রহমান  এর সমন্বয়ে-  ‘আসাব আলী সহায়তা তহবিল’ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

যুক্তরাজ্যে  বিয়ানীবাজার অঞ্চলের প্রবাসীদের সহযোগিতায় উত্তোলিত এই  টাকা দিয়ে আসাব আলীর  চিকিৎসা  ও পরিবারের জন্য একটি স্থায়ী রোজগারে ব্যবস্থার লক্ষ্য  নিয়ে   আসাব আলীর পরিচিত ও শুভাকাংখিদের কাছে অর্থনৈতিক সহযোগিতার জন্য  আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত আসাব আলী সহায়তা তহবিল এর প্রদানকৃত  টাকার হিসাব  সমন্ধয় কমিটির মাধ্যমে প্রথমে  দাতাদের কাছে প্রকাশ করা হবে  এবং  দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ নিয়ে সুনিদৃষ্ট কাজে ব্যয় করার জন্য সর্বম্মত সিদ্ধান্ত নেয়া হবে।

আসাব আলী সহায়তা তহবিলে দান ও যে কোন তথ্য, সহযোগিতা ও পরাশর্শের জন্য  সমন্বয়ক :  মিসবাহ উদ্দিন-M: 07956802552  , মোহাম্মদ মুহিত উদ্দিন (এফসিসিএ): M:  07944783564 ও সাংবাদিক সাদিক রহমান : 07908484088  এর সাথে যোগাযোগের  জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।