ঢাকায় ছিনতাইকারীর কবলে সিআইডি পুলিশ!
- আপডেট সময় : ০১:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 145
রাজধানীর যাত্রাবাড়ীতে সিআইডি পুলিশের এক সদস্যকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর নাম মো. রাসেল মিয়া (৩১)।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শনিরআখড়া রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত রাসেল মিয়া যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া থাকেন এবং ঢাকার সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল হিসেবে কর্মরত।
তাকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম বলেন, “আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকি। আজ ভোরে তিনি মোটরসাইকেলে শনিরআখড়া থেকে যাচ্ছিলেন, তখন তিন–চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে ছুরি দিয়ে তার হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। আমরা খবর পেয়ে প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেই, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়।”
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “সকালের দিকে সিআইডির ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।”
তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অবগত আছেন।

















