ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন ভারতে কতদিন থাকবেন, জানালেন জয়শঙ্কর আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

ডব্লিউএইচও থেকে পুতুলকে ছুটিতে পাঠানো নিয়ে যা জানা গেলো

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 328
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের (এসইএআরও) পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা সংবাদমাধ্যম হেলথ পলিসি ওয়াচের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি, ভুয়া তথ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার মাস আগে দুটো মামলা দায়ের করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার ধারাবাহিকতায় গতকাল (১১ জুলাই) তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সিয়েরোর ওয়েবসাইটে পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের নাম প্রত্যাহার করা হয়নি বা নতুন ভারপ্রাপ্ত পরিচালকের বিষয়ে তথ্য যুক্ত হয়নি।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানোম ঘ্যাব্রেইসাস সংক্ষিপ্ত এক মেইলের কথা উল্লেখ করা হয়েছে যেখানে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তার স্থলাভিষিক্তকরণের বিষয়ে কর্মীদের জানানো হয়। সিয়েরোর পরিচালক হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব ড. ক্যাথরিনা বোয়েম। তিনি মঙ্গলবার কাজে যোগদান করতে দিল্লি যাবেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই মেইলটি কেবল অভ্যন্তরীণভাবে সব কর্মীকে অবগত করার জন্য প্রেরণ করা হয়েছে।

গত বছর জানুয়ারিতে সিয়েরোর দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, ওই পদপ্রাপ্তিতে নিজের মা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করেছেন সায়মা।

দুদকের অভিযোগে আরও বলা হয়, আঞ্চলিক পরিচালক পদে লড়াইয়ের সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড এবং যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য প্রদান করেছেন সায়মা। তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির সম্মানজনক পদে (অনারারি রোল) থাকার দাবি করেছিলেন তিনি। তবে ওই তথ্যকে দুদকের কাছে ভুয়া বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম এসব অভিযোগের বিস্তারিত লিখেছেন বলে প্রতিবেদনে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডব্লিউএইচও থেকে পুতুলকে ছুটিতে পাঠানো নিয়ে যা জানা গেলো

আপডেট সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের (এসইএআরও) পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা সংবাদমাধ্যম হেলথ পলিসি ওয়াচের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি, ভুয়া তথ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার মাস আগে দুটো মামলা দায়ের করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার ধারাবাহিকতায় গতকাল (১১ জুলাই) তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সিয়েরোর ওয়েবসাইটে পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের নাম প্রত্যাহার করা হয়নি বা নতুন ভারপ্রাপ্ত পরিচালকের বিষয়ে তথ্য যুক্ত হয়নি।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানোম ঘ্যাব্রেইসাস সংক্ষিপ্ত এক মেইলের কথা উল্লেখ করা হয়েছে যেখানে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তার স্থলাভিষিক্তকরণের বিষয়ে কর্মীদের জানানো হয়। সিয়েরোর পরিচালক হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব ড. ক্যাথরিনা বোয়েম। তিনি মঙ্গলবার কাজে যোগদান করতে দিল্লি যাবেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই মেইলটি কেবল অভ্যন্তরীণভাবে সব কর্মীকে অবগত করার জন্য প্রেরণ করা হয়েছে।

গত বছর জানুয়ারিতে সিয়েরোর দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, ওই পদপ্রাপ্তিতে নিজের মা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করেছেন সায়মা।

দুদকের অভিযোগে আরও বলা হয়, আঞ্চলিক পরিচালক পদে লড়াইয়ের সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড এবং যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য প্রদান করেছেন সায়মা। তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির সম্মানজনক পদে (অনারারি রোল) থাকার দাবি করেছিলেন তিনি। তবে ওই তথ্যকে দুদকের কাছে ভুয়া বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম এসব অভিযোগের বিস্তারিত লিখেছেন বলে প্রতিবেদনে বলা হয়।