ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির কোম্পানি পুড়ল চট্টগ্রাম ইপিজেডে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 235

চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির কোম্পানিতে আগুন

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি ভবনে চিকিৎসা সরঞ্জাম তৈরির একটি কোম্পানির দুইটি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ’ নামের ওই কোম্পানিতে আগুন লাগে। বিকাল বেলা সাড়ে চারটার দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ আসে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।

ওসি জিয়া জানান, আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কোম্পানির সপ্তমতলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষও জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী এবং সিইপিজেডের নিয়মিত সেনাবাহিনীর একটি দল যোগ দিয়েছে।

সেখানে ৮০০ শ্রমিক কাজ করেন বলে চট্টগ্রাম শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা নিরাপদে কারখানা ভবন থেকে নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, “ওই ভবনের পঞ্চম তলায় একটি রাসায়নিক কারখানা আছে বলেও শুনেছি।“

নিউজটি শেয়ার করুন

‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির কোম্পানি পুড়ল চট্টগ্রাম ইপিজেডে

আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি ভবনে চিকিৎসা সরঞ্জাম তৈরির একটি কোম্পানির দুইটি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ’ নামের ওই কোম্পানিতে আগুন লাগে। বিকাল বেলা সাড়ে চারটার দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ আসে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।

ওসি জিয়া জানান, আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কোম্পানির সপ্তমতলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষও জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী এবং সিইপিজেডের নিয়মিত সেনাবাহিনীর একটি দল যোগ দিয়েছে।

সেখানে ৮০০ শ্রমিক কাজ করেন বলে চট্টগ্রাম শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা নিরাপদে কারখানা ভবন থেকে নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, “ওই ভবনের পঞ্চম তলায় একটি রাসায়নিক কারখানা আছে বলেও শুনেছি।“