চলাফেরায় সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো সংযুক্ত আরব আমিরাত
- আপডেট সময় : ০৪:০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / 1389
সংযুক্ত আরব আমিরাত তার জাতীয় জীবাণমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন করেছে এবং বুধবার থেকে সমস্ত চলাচলের নিষেধাজ্ঞাগুলি তুলে নেয়া হয়েছে। এক টুইট বার্তায় ডাঃ আল দাহেরী এ ঘোষণা দেন। তবে সরকারী ভবনগুলিতে নিয়মিত জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এর আগে, দুবাইয়ের সকাল রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত এবং অন্য সমস্ত আমিরাতগুলিতে রাত ১০ টা এবং সকাল ৬ টার মধ্যে জাতীয় নির্বীজন কর্মসূচির সময় সকল জনগণকে বাড়িতে থাকতে নির্দেশ দেয়া হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাত করোনাভাইরাস বিস্তার রোধে একটি সাধারণ জীবাণুমুক্তকরণ কর্মসূচী পরিচালনা করার জন্য ২৬ শে মার্চ থেকে ২৯ শে মার্চ পর্যন্ত তিন দিনের কারফিউ ঘোষণা করেছিল | এটি রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর ছিল এবং জরুরী অবস্থা ছাড়া বাসিন্দাদের তাদের ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি। ৩১ শে মার্চ, চলাচলকারী রাস্তাগুলি এবং জনসাধারণের সুযোগ-সুবিধাকে জীবাণুমুক্ত করার জন্য জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির অংশ হিসাবে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল।
২৩ শে এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে রাতের সময় কারফিউটি রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত সমন্বয় করা হবে। এবং মল ও রেস্তোঁরাগুলিকে ৩০শতাংশ ধারণক্ষমতাতে পরিচালিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
এভাবে আমিরাত সরকারের অক্লান্ত পরিশ্রম ও যুগপোযোগী সিদ্বান্ত এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য ধীরে ধীরে করোনা পরিস্থিতি সরকারের আয়ত্বের মধ্যে আসায় এ সিদ্বান্ত নেয়া হয় ।
এদিকে আমিরাতে চলাচল নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে বিভিন্ন মহলে স্বস্তি ফিরে আসে । আশা করা হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত এর আগের সেই স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে ।

























