চলমান সংকটে এবার বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা দিলেন কাতার প্রবাসী মোহাম্মদ আলী
- আপডেট সময় : ০৭:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / 1335
করোনাভাইরাসের কারণে সব ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করেছেন রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের শেখ শিউলি হাবিব।গত ২২ মার্চ ৫২ বাংলাকে জানান “এই সময়ে বাড়ি ভাড়া মওকুফ করলেন বাড়ির মালিক”এই শিরোনামে সংবাদ প্রচারে পর কাতার প্রবাসী ব্যবসায়ী ও পিক কুইক লিমোজিনের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন আলীর দৃষ্টিগোচর হয়।পরে তিনি জানান মূলত বিশ্বব্যাপী চলমান সঙ্কট ও মানবিক দিক বিবেচনা করে এই কান্তি লগ্নে বাংলাদেশে নিজস্ব মার্কেট ও বাড়িওয়ালাদের চলতি মাসে ভাড়া মওকুফ করেন।পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বাড়িওয়ালাদের পাশে থাকবেন বলে জানান ঢাকা উত্তরার মরহুম হাসমত আলীর সন্তান।
বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে রূপ নেওয়ায় কাতারে তার লিমোজিন কোম্পানির ৬০০ শত চালক বর্তমানে বেকার হয়ে পড়েছে, নিজের লোকসান থাকা সত্ত্বেও তিনি চালকদের সাহস যোগাতে ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি ঢাকা উত্তরার মরহুম হাসমত আলীর সন্তান আলমগীর হোসেন আলী।
প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও সরকারের আইন মেনে চলা।সেই সাথে এই সংকটকালীন সময়ে বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গত শুক্রবার থেকে কাতারে নতুন আইন কার্যকর করা হয়েছে এতে সকল দোকানপাট সকাল ৬ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধের ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।আর এখন পর্যন্ত কাতারে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮১।আর এখনো পর্যন্ত ২ বাংলাদেশির করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তাছাড়া তিনি লিমোজিনের পাশাপাশি আরও ৫ টি কোম্পানি পরিচালনা করেছেন।২০১৯ সালে বাংলাদেশি হিসেবে টয়োটা ও জি,এসি থেকে সর্বোচ্চ গাড়ি ক্রয় করায় সম্মাননা সনদ গ্রহণ করেন তিনি।






















