ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নিরাপত্তায় বিগ্রেডিয়ার জেনারেল নিয়োগ  একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে বিজয় দিবস ও প্রবাসী গৌরব: হাউস অব লর্ডসে ড. ওয়ালি তছর উদ্দিন সম্মানিত তারেক রহমান বললেন ‘আমিও হাফ সিলেটি’, জানালেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ গেলো বাড্ডা পর্যন্ত, হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালো ভারত ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন জানালেন ইনু হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা–বাবাও গ্রেপ্তার জামায়াত কর্মীকে ‘রাজাকার’ বলায় বিএনপির সঙ্গে সংঘর্ষ ভোটের ওপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা ইউনূস যদি চান, সারা দেশকে কারাগার বানাতে পারেন: আদালতে আনিস আলমগীর

চট্রগ্রাম কুয়াইশ ভরাপুকুরের আলোচিত মোর্শেদ হোসেন অবশেষে গ্রেফতার

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / 1316
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্রগ্রামের শহরের  কাছের থানা হাটহাজারীর নজু মিয়াহাট এলাকায় স্বর্নের দোকান ডাকাতি মামলার আসামী ও বহুল আলোচিত আব্দুর রহিম আব্দুয়া হত্যা মামলার আসামি কুয়াইশ ভরাপুকুর এলাকার মোর্শেদ হোসেন এতদিন ধরে নিজেকে শিক্ষানুরাগী হিসেবে প্রচার করে আসছেন |
গ্রামের পাশেই উত্তর বুড়িশ্চর টেন্ডল এর ঘাটা এলাকায় চট্রগ্রাম লিজেন্ড স্কুল  নামে একটা শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেন তিনি | এর বাইরে বলতে গেলে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানও  তার নেই |
এসব করেই মোর্শেদ তার গ্রামের বাড়ি হাটহাজারীর ভরাপুকুর এলাকায় নির্মাণ করেন চারতলা বিশিষ্ট বিলাসবহুল বাড়ি | চলাফেরাও করেন কোটি টাকা দামের গাড়িতে | চট্রগ্রাম শহরে নামে বেনামে রয়েছে তার অনেক প্লট , ফ্ল্যাট,স্থাবর ও অস্থাবর সম্পত্তি |
পুলিশ সূত্রে জানা যায়,মোর্শেদ মূলত একজন সোনা চোরাচালানকারী | সোনা চোরাচালানের অভিযোগে ২০১৯ সালের ১৩ ই জুলাই ঢাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও হয়েছে । উক্ত মামলায় তিনি পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা যায় যে , মামলা দায়ের এর আগে তিনি ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত এই এক বছরে তিনি অন্তত ১৮ বার দুবাই আসা যাওয়া করেন |
মামলা থাকার কারণে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ মোর্শেদকে গ্রেফতার করেন | আজ সোমবার তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয় | পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মোর্শেদকে আদালতে পাঠানো হয়েছে বলে পতেঙ্গা থানায় এস আই মহিউদ্দিন রাজু নিশ্চিত করেন।
পুলিশ আরও জানায় যে , মোর্শেদ দীঘদিন ধরে এই চোরাচালানের সাথে জড়িত | দুবাই , সিঙ্গাপুর ভিত্তিক একটি চক্র রয়েছে তার | যার গডফাদার এই মোর্শেদ | এই চক্রে কিছু সংখ্যক বিমানের ক্রু ও কর্মকর্তা ও রয়েছেন বলে পুলিশ জানায় | এদের খুঁজে বের করতে পুলিশ যথেষ্ট সক্রিয় আছে বলে জানা যায়।
গত বছর জুন মাসে সোনা চোরাচালানের এক চক্রের দুই সদস্য গ্রেফতারের পর জবানবন্দিতে এই মোর্শেদের নাম আসে |মোর্শেদের বিরুদ্বে দায়ের হওয়া সোনা চোরাচালানের মামলাটির তদন্তের দায়িত্বে আছেন ঢাকার কাউন্টার
টেরোরিসম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ( CTTC) ইন্সপেক্টর সেলিম আক্তার |
ইন্সপেক্টর সেলিম আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তের স্বার্থে এই সম্পর্কে কোনো তথ্য দিতে অনীহা প্রকাশ করেন |
এদিকে মোর্শেদ এর এলাকার লোকজনের তথ্য অনুযায়ী তিনি এতদিন ধরে নিজেকে সরকারি দলের লোক এবং জেলা পর্যায়ের নেতাদের আস্থাভাজন হিসেবে প্রচার করতেন বলে জানা যায় |

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্রগ্রাম কুয়াইশ ভরাপুকুরের আলোচিত মোর্শেদ হোসেন অবশেষে গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

চট্রগ্রামের শহরের  কাছের থানা হাটহাজারীর নজু মিয়াহাট এলাকায় স্বর্নের দোকান ডাকাতি মামলার আসামী ও বহুল আলোচিত আব্দুর রহিম আব্দুয়া হত্যা মামলার আসামি কুয়াইশ ভরাপুকুর এলাকার মোর্শেদ হোসেন এতদিন ধরে নিজেকে শিক্ষানুরাগী হিসেবে প্রচার করে আসছেন |
গ্রামের পাশেই উত্তর বুড়িশ্চর টেন্ডল এর ঘাটা এলাকায় চট্রগ্রাম লিজেন্ড স্কুল  নামে একটা শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেন তিনি | এর বাইরে বলতে গেলে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানও  তার নেই |
এসব করেই মোর্শেদ তার গ্রামের বাড়ি হাটহাজারীর ভরাপুকুর এলাকায় নির্মাণ করেন চারতলা বিশিষ্ট বিলাসবহুল বাড়ি | চলাফেরাও করেন কোটি টাকা দামের গাড়িতে | চট্রগ্রাম শহরে নামে বেনামে রয়েছে তার অনেক প্লট , ফ্ল্যাট,স্থাবর ও অস্থাবর সম্পত্তি |
পুলিশ সূত্রে জানা যায়,মোর্শেদ মূলত একজন সোনা চোরাচালানকারী | সোনা চোরাচালানের অভিযোগে ২০১৯ সালের ১৩ ই জুলাই ঢাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও হয়েছে । উক্ত মামলায় তিনি পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা যায় যে , মামলা দায়ের এর আগে তিনি ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত এই এক বছরে তিনি অন্তত ১৮ বার দুবাই আসা যাওয়া করেন |
মামলা থাকার কারণে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ মোর্শেদকে গ্রেফতার করেন | আজ সোমবার তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয় | পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মোর্শেদকে আদালতে পাঠানো হয়েছে বলে পতেঙ্গা থানায় এস আই মহিউদ্দিন রাজু নিশ্চিত করেন।
পুলিশ আরও জানায় যে , মোর্শেদ দীঘদিন ধরে এই চোরাচালানের সাথে জড়িত | দুবাই , সিঙ্গাপুর ভিত্তিক একটি চক্র রয়েছে তার | যার গডফাদার এই মোর্শেদ | এই চক্রে কিছু সংখ্যক বিমানের ক্রু ও কর্মকর্তা ও রয়েছেন বলে পুলিশ জানায় | এদের খুঁজে বের করতে পুলিশ যথেষ্ট সক্রিয় আছে বলে জানা যায়।
গত বছর জুন মাসে সোনা চোরাচালানের এক চক্রের দুই সদস্য গ্রেফতারের পর জবানবন্দিতে এই মোর্শেদের নাম আসে |মোর্শেদের বিরুদ্বে দায়ের হওয়া সোনা চোরাচালানের মামলাটির তদন্তের দায়িত্বে আছেন ঢাকার কাউন্টার
টেরোরিসম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ( CTTC) ইন্সপেক্টর সেলিম আক্তার |
ইন্সপেক্টর সেলিম আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তের স্বার্থে এই সম্পর্কে কোনো তথ্য দিতে অনীহা প্রকাশ করেন |
এদিকে মোর্শেদ এর এলাকার লোকজনের তথ্য অনুযায়ী তিনি এতদিন ধরে নিজেকে সরকারি দলের লোক এবং জেলা পর্যায়ের নেতাদের আস্থাভাজন হিসেবে প্রচার করতেন বলে জানা যায় |