চট্রগ্রামের বোয়ালখালীতে লাশের গাড়ী আটকিয়ে ছিনতাই
সাজ্জাদ হোসেন রানা, চট্রগ্রাম
- আপডেট সময় : ০২:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / 926
বোয়ালখালীতে লাশবাহী গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার খোকার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চরণদ্বীপ ২নং ওয়ার্ডের মাহবুবুল আলম চেয়ারম্যানের বাড়ীর তোফায়েল আহমেদের ছেলে মুহাম্মদ ইলিয়াস (৫০) নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান। পরে তাকে গ্রামের বাড়ী বোয়ালখালী চরণদ্বীপ এলাকায় নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ৩ টায় কধুরখীল রাজবাড়ি-খোকার দোকানের মাঝামাঝি লাশবাহী এ্যাম্বুলেন্স আটকে আরোহীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে।
এ্যাম্বুলেন্সের আরোহী তাসনিয়া সুলতানা সুইটি জানান, রাতে তার বাবা (মুহাম্মদ ইলিয়াস) মারা যান। তাকে একটি এ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসার সময় অনেকক্ষণ ধরে এ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাওয়া করে একটি সিএনজি টেম্পু। রাজবাড়ি পেরিয়ে গেলে সাঁতজন রুমাল পরিহিত ব্যক্তি সিএনজি টেম্পু থেকে নেমে এ্যাম্বুলেন্সের দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে দরজা খুলে নগদ অর্থ সহ দু’টি স্যামস্যাং সিরিজের মোবাইল ছিনিয়ে নেয় তারা।
তিনি আরো বলেন, তার সাথে তার আত্মীয় ওমর ফারুক ছিল। তিনি এবং এ্যাম্বুলেন্সের ড্রাইভার অনেক নিষেধ করলেও তারা ছাড়েনি। পরে ব্যাগ থেকে টাকা, মোবাইল এবং তার ভাইয়ের টাকা ও মোবাইল নিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা প্রায় ৩২ হাজার টাকার সম্পদ ছিনতাই করে।
এ বিষয়ে কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনা তদন্ত শুরু করেন। পরে জানতে পারেন গোমদন্ডী থেকে সিএনজি টেম্পু করে এসে খোকার দোকানের সামনে অন্ধকারে এ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ছিনতাইকারীরা ছিনতাই করে। ঘটনাটি শোনার পর থেকে গ্রাম্য পুলিশ ও মেম্বার দিয়ে ঘটনার সত্য উৎঘাটন করার চেষ্টা করছেন তিনি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল করিম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



















